বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউতে ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের চিঠি
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চিঠি লিখেছেন ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য। তাঁরা হলেন— স্লোভাকিয়ার ইভান স্টেফানেক, চেক প্রজাতন্ত্রের মাইকেলা সোজড্রোভা, বুলগেরিয়ার আন্দ্রে কোভাতচেভ, ডেনমার্কের কারেন মেলচিওর, স্পেনের হাভিয়ের নার্ত এবং ফিনল্যান্ডের হেইডি হাউটালা।