ময়মনসিংহে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে নেতারা বলেন, দেশের প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিকের বেতন-বোনাস নিয়ে প্রতিবছর ঈদের আগে মালিকেরা টালবাহানা করেন। দেখা যায়, বেতন-বোনাসের দাবিতে ঈদের দিনও শ্রমিকদের রাস্তায় অবস্থান করতে হয়। অনেক খাতে ঈদের দিন সকালে নামকাওয়াস্তে বোনাস দেওয়া হয়, যা দিয়ে তখন আর কেনাকাটা করার সময় থাকে না।