কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বিদ্যালয়ের দায়িত্ব পালন না করে সারাক্ষণ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন। এমনকি তিনি ইটনা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এ ছাড়া বিদ্যালয়ের মধ্যে পরিবারতন্ত্র কায়েম করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীদের মধ্যে ৮ জনই মহিউদ্দিনের আত্মীয়। এর মধ্যে রয়েছেন স্ত্রী শিউলী আক্তার বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং ছোট ভাই জিয়াউদ্দিন কম্পিউটার অপারেটর। এ ছাড়া ভাতিজা শহিদ মিয়া গ্রন্থাগারিক, আরেক ভাতিজা মনির মিয়া অফিস সহায়ক, ভাগনে নাজমুল আলম নৈশ প্রহরী, ভাগনি রোকেয়া বেগম আয়া এবং নাতি রোমান মিয়া পরিচ্ছন্নতাকর্মী।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, রাজনীতি ও বিদ্যালয়ে পারিবারিক বলয় সৃষ্টির কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশই নিম্নগামী। এ ছাড়া প্রধান শিক্ষকের রোষানলে পড়ে ১৬ মাস ধরে বেতন পাচ্ছেন না সহকারী শিক্ষক সামিয়া আক্তার। সামিয়া আক্তারের অপরাধ তাঁর স্বামী ইটনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফাইজুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনায় নানা অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক মহিউদ্দিন বিপুল পরিমাণ অর্থ-বিত্তের মালিক হয়েছেন। তাই অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ চান শিক্ষার্থী ও স্থানীয়রা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, নীতিমালা অনুযায়ীই প্রত্যেকের নিয়োগ হয়েছে।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বিদ্যালয়ের দায়িত্ব পালন না করে সারাক্ষণ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন। এমনকি তিনি ইটনা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এ ছাড়া বিদ্যালয়ের মধ্যে পরিবারতন্ত্র কায়েম করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীদের মধ্যে ৮ জনই মহিউদ্দিনের আত্মীয়। এর মধ্যে রয়েছেন স্ত্রী শিউলী আক্তার বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং ছোট ভাই জিয়াউদ্দিন কম্পিউটার অপারেটর। এ ছাড়া ভাতিজা শহিদ মিয়া গ্রন্থাগারিক, আরেক ভাতিজা মনির মিয়া অফিস সহায়ক, ভাগনে নাজমুল আলম নৈশ প্রহরী, ভাগনি রোকেয়া বেগম আয়া এবং নাতি রোমান মিয়া পরিচ্ছন্নতাকর্মী।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, রাজনীতি ও বিদ্যালয়ে পারিবারিক বলয় সৃষ্টির কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশই নিম্নগামী। এ ছাড়া প্রধান শিক্ষকের রোষানলে পড়ে ১৬ মাস ধরে বেতন পাচ্ছেন না সহকারী শিক্ষক সামিয়া আক্তার। সামিয়া আক্তারের অপরাধ তাঁর স্বামী ইটনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফাইজুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনায় নানা অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক মহিউদ্দিন বিপুল পরিমাণ অর্থ-বিত্তের মালিক হয়েছেন। তাই অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ চান শিক্ষার্থী ও স্থানীয়রা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, নীতিমালা অনুযায়ীই প্রত্যেকের নিয়োগ হয়েছে।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫