কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বিদ্যালয়ের দায়িত্ব পালন না করে সারাক্ষণ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন। এমনকি তিনি ইটনা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এ ছাড়া বিদ্যালয়ের মধ্যে পরিবারতন্ত্র কায়েম করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীদের মধ্যে ৮ জনই মহিউদ্দিনের আত্মীয়। এর মধ্যে রয়েছেন স্ত্রী শিউলী আক্তার বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং ছোট ভাই জিয়াউদ্দিন কম্পিউটার অপারেটর। এ ছাড়া ভাতিজা শহিদ মিয়া গ্রন্থাগারিক, আরেক ভাতিজা মনির মিয়া অফিস সহায়ক, ভাগনে নাজমুল আলম নৈশ প্রহরী, ভাগনি রোকেয়া বেগম আয়া এবং নাতি রোমান মিয়া পরিচ্ছন্নতাকর্মী।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, রাজনীতি ও বিদ্যালয়ে পারিবারিক বলয় সৃষ্টির কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশই নিম্নগামী। এ ছাড়া প্রধান শিক্ষকের রোষানলে পড়ে ১৬ মাস ধরে বেতন পাচ্ছেন না সহকারী শিক্ষক সামিয়া আক্তার। সামিয়া আক্তারের অপরাধ তাঁর স্বামী ইটনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফাইজুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনায় নানা অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক মহিউদ্দিন বিপুল পরিমাণ অর্থ-বিত্তের মালিক হয়েছেন। তাই অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ চান শিক্ষার্থী ও স্থানীয়রা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, নীতিমালা অনুযায়ীই প্রত্যেকের নিয়োগ হয়েছে।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বিদ্যালয়ের দায়িত্ব পালন না করে সারাক্ষণ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন। এমনকি তিনি ইটনা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এ ছাড়া বিদ্যালয়ের মধ্যে পরিবারতন্ত্র কায়েম করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীদের মধ্যে ৮ জনই মহিউদ্দিনের আত্মীয়। এর মধ্যে রয়েছেন স্ত্রী শিউলী আক্তার বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং ছোট ভাই জিয়াউদ্দিন কম্পিউটার অপারেটর। এ ছাড়া ভাতিজা শহিদ মিয়া গ্রন্থাগারিক, আরেক ভাতিজা মনির মিয়া অফিস সহায়ক, ভাগনে নাজমুল আলম নৈশ প্রহরী, ভাগনি রোকেয়া বেগম আয়া এবং নাতি রোমান মিয়া পরিচ্ছন্নতাকর্মী।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, রাজনীতি ও বিদ্যালয়ে পারিবারিক বলয় সৃষ্টির কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশই নিম্নগামী। এ ছাড়া প্রধান শিক্ষকের রোষানলে পড়ে ১৬ মাস ধরে বেতন পাচ্ছেন না সহকারী শিক্ষক সামিয়া আক্তার। সামিয়া আক্তারের অপরাধ তাঁর স্বামী ইটনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফাইজুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনায় নানা অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক মহিউদ্দিন বিপুল পরিমাণ অর্থ-বিত্তের মালিক হয়েছেন। তাই অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ চান শিক্ষার্থী ও স্থানীয়রা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, নীতিমালা অনুযায়ীই প্রত্যেকের নিয়োগ হয়েছে।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫