Ajker Patrika

চৌধুরী নাফিজ সরাফাতের ফাঁসি চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৫: ২০
চৌধুরী নাফিজ সরাফাতের ফাঁসি চেয়ে মানববন্ধন

চৌধুরী নাফিজ সরাফাতের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন পদ্মা ব্যাংক (সাবেক ফার্মার্স ব্যাংক) থেকে চাকুরিচ্যুত একদল কর্মকর্তা-কর্মচারী। এ সময় তাঁরা নিজেদের পুনর্বহালেরও দাবি জানান।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের অফিসের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন করেছে ব্যাংকটির চাকুরিচ্যুতরা।

এতে চাকুরিচ্যুতরা নাফিজ সরাফাতের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ করে। সেখানে ‘লেখক মোস্তাক, গাজী সালাউদ্দিন, জিয়াসহ অসংখ্য লোককে হত্যার অভিযোগ’ তুলে নাফিজ সরাফাতের ফাঁসি দাবি করা হয়।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের অফিসের সামনে চৌধুরী নাফিজ সরাফতের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন ব্যাংকটির চাকুরিচ্যুতরা।ব্যাংকটির চাকুরিচ্যুতরা সাংবাদিক গুম, সাউথইস্ট ব্যাংক, বিভিন্ন কোম্পানি ও টেলিভিশন দখলের অভিযোগে দুর্নীতিবাজ নাফিজ সরাফাতের বিচার ও অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান। 

এ ছাড়া ব্যাংকখেকো, স্বৈরাচার ও দুর্নীতিবাজ নাফিজ সরাফাতের বিচার দাবি করা হয়েছে মানববন্ধনে। একই সঙ্গে পদ্মা ব্যাংকে এই দুর্নীতিবাজের আজ্ঞাবহ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের অফিসের সামনে চৌধুরী নাফিজ সরাফাতের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন ব্যাংকটির চাকুরিচ্যুতরা।নাফিজ সরাফাতকে পদ্মা ব্যাংক ও লুটপাটের প্রধান কারিগর হিসেবে দাবি করা হয়েছে বিক্ষোভে। তারা বলেন, কানাডা বেগমপাড়া তৈরির মূল হোতা নাফিজ সরাফত। তাকে গ্রেপ্তার করার জোর দাবি জানিয়েছে চাকুরিচ্যুতরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত