দুর্নীতি আর দুর্নীতি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে ঘটা দুর্নীতি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায়। এ ধরনের খবর পড়ার পর প্রথমেই যে আক্ষেপটা মন ছেয়ে যায় তা হলো, ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিরানায়।’ শামসুর রাহমান এর পরেই লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ, হায়, বৃথা যায়, বৃথা যায়, বৃথা যায়।’