ফিরে এসো বাংলাদেশ
হারিয়ে যাচ্ছে বাংলাদেশ। ঝাপসা চোখে দেখা যায় দূরে, বহু দূরে, মিলিয়ে যাচ্ছে। ওকে ফিরিয়ে আনতে হবে। হঠাৎ কেউ গুম করেনি। অপহরণ করে কেউ নিয়ে যাচ্ছে না। খুনই করতে চেয়েছিল শত্রুরা, পারেনি। বাংলা মায়ের দেশপ্রেমী সন্তানেরা, বাংলার জনগণ, দীর্ঘদিন নানা রকম লড়াই-সংগ্রাম চালিয়ে ক্ষতবিক্ষত দেশমাতাকে শত্রুর কবল থেক