মাওলানা ইসমাইল নাজিম
বিজয় আল্লাহ তাআলার অনিন্দ্য সুন্দর নিয়ামত। দীর্ঘ সংগ্রাম-সাধনা, ত্যাগ-তিতিক্ষা ও যুদ্ধ-লড়াইয়ের পরই বিজয় অর্জিত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অসংখ্য মুক্তিযোদ্ধা ও মা-বোনের কোরবানির বিনিময়ে আমরা পেয়েছি মহান বিজয়। এ জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে বিনীত চিত্তে কৃতজ্ঞতা জানাই। বিজয়ের মুহূর্তের করণীয় সম্পর্কে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরা নাজিল হয়েছে।
সুরা আন-নাসরে আল্লাহ তাআলা বিজয়ের সময়ের আমলের কথা আলোচনা করেছেন। এটি পবিত্র কোরআনের ১১০তম সুরা। মহানবী (সা.)-এর নবুওয়তি মিশনের সফল সমাপ্তির দিকের অবস্থা চিত্রিত হয়েছে এই সুরায়। ইবনে আব্বাস (রা.) ওবায়দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করলেন, ‘সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা কোনটি?’ তিনি বললেন, ‘সুরা নাসর।’ (মুসলিম)
সুরার শুরুতেই আল্লাহর সাহায্য ও বিজয়ের সুখবর দেওয়া হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসলামের যে মহান বার্তা মহানবী (সা.) পৃথিবীবাসীকে দিতে এসেছিলেন, তা পূর্ণতা পাচ্ছে খুব শিগগির। হক-বাতিল স্পষ্ট হয়ে যাচ্ছে। অসত্যের ওপর সত্যের বিজয় নিশ্চিত হচ্ছে শিগগিরই। ইসলাম ধর্মের অনুসারীরা বিজয়ী জাতি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হচ্ছে। ফলে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে—যেভাবে প্রতিটি বিজয়ী জাতির সঙ্গে পৃথিবীর মানুষ যুক্ত হতে শুরু করে।
এমন সুন্দর মুহূর্তে মহানবী (সা.)-কে তিনটি আমল করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এক. আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা, দুই. তাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করা এবং তিন. তাঁর কাছে নিজেদের ভুলত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত চূড়ান্ত বিজয় একমাত্র আল্লাহরই দান। তাই তাঁর কৃতজ্ঞতা জানানো জরুরি। আর এই লড়াইয়ে নিজেদের ভুলত্রুটি হতে পারে, তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই মুমিনের কাজ।
এবার পড়ে নিন সুরা আন-নাসরের অনুবাদ। ইরশাদ হয়েছে, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তোমার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।’ (সুরা আন-নাসর: ১-৩)
বিজয় আল্লাহ তাআলার অনিন্দ্য সুন্দর নিয়ামত। দীর্ঘ সংগ্রাম-সাধনা, ত্যাগ-তিতিক্ষা ও যুদ্ধ-লড়াইয়ের পরই বিজয় অর্জিত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অসংখ্য মুক্তিযোদ্ধা ও মা-বোনের কোরবানির বিনিময়ে আমরা পেয়েছি মহান বিজয়। এ জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে বিনীত চিত্তে কৃতজ্ঞতা জানাই। বিজয়ের মুহূর্তের করণীয় সম্পর্কে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরা নাজিল হয়েছে।
সুরা আন-নাসরে আল্লাহ তাআলা বিজয়ের সময়ের আমলের কথা আলোচনা করেছেন। এটি পবিত্র কোরআনের ১১০তম সুরা। মহানবী (সা.)-এর নবুওয়তি মিশনের সফল সমাপ্তির দিকের অবস্থা চিত্রিত হয়েছে এই সুরায়। ইবনে আব্বাস (রা.) ওবায়দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করলেন, ‘সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা কোনটি?’ তিনি বললেন, ‘সুরা নাসর।’ (মুসলিম)
সুরার শুরুতেই আল্লাহর সাহায্য ও বিজয়ের সুখবর দেওয়া হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসলামের যে মহান বার্তা মহানবী (সা.) পৃথিবীবাসীকে দিতে এসেছিলেন, তা পূর্ণতা পাচ্ছে খুব শিগগির। হক-বাতিল স্পষ্ট হয়ে যাচ্ছে। অসত্যের ওপর সত্যের বিজয় নিশ্চিত হচ্ছে শিগগিরই। ইসলাম ধর্মের অনুসারীরা বিজয়ী জাতি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হচ্ছে। ফলে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে—যেভাবে প্রতিটি বিজয়ী জাতির সঙ্গে পৃথিবীর মানুষ যুক্ত হতে শুরু করে।
এমন সুন্দর মুহূর্তে মহানবী (সা.)-কে তিনটি আমল করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এক. আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা, দুই. তাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করা এবং তিন. তাঁর কাছে নিজেদের ভুলত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত চূড়ান্ত বিজয় একমাত্র আল্লাহরই দান। তাই তাঁর কৃতজ্ঞতা জানানো জরুরি। আর এই লড়াইয়ে নিজেদের ভুলত্রুটি হতে পারে, তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই মুমিনের কাজ।
এবার পড়ে নিন সুরা আন-নাসরের অনুবাদ। ইরশাদ হয়েছে, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তোমার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।’ (সুরা আন-নাসর: ১-৩)
মহান আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, যার মধ্যে বিপদ-আপদ অন্যতম এক মাধ্যম। দুঃখ-কষ্ট, রোগ-বালাই, অভাব-অনটন, বিরহ-টেনশন বা প্রিয়জনের বিয়োগ—এসবই হতে পারে একেকটি পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন, ফল-ফসলের ক্ষয়ক্ষতি...
৭ ঘণ্টা আগেতওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
১ দিন আগেজীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
২ দিন আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
৩ দিন আগে