মঙ্গল গ্রহে প্রাণের প্রমাণ পেল নাসার রোবট
যুক্তরাষ্ট্রের জাতীয় সামুদ্রিক ও বায়ুমণ্ডলবিষয়ক প্রশাসনের মতে, আমাদের গ্রহে অধিকাংশ কার্বন বিদ্যমান পাথর ও মাটিতে। বাকি কার্বন কার্বন রয়েছে মহাসাগর, বায়ুমণ্ডল ও বিভিন্ন ধরনের জীবের মধ্যে। এই ধারণাকে কেন্দ্র করেই বিজ্ঞানীরা আশা করছেন, মঙ্গল গ্রহেও একসময় প্রাণের উপস্থিতি ছিল।