ঢাকার হকারদের নিয়ে ফরাসি নির্মাতার নাটক
ঢাকাকে বলা হয় হকারদের শহর। ফুটপাত থেকে শুরু করে বাস কিংবা রেলস্টেশন, রাস্তার গলিতেও হকারদের ছড়াছড়ি। ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করে লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় তারা বিভিন্ন ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে...