বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চে একাধিক নতুন নাটকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ফোর্থ ওয়াল থিয়েটার নাট্যদলের নাটক ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মো. লাহুল মিয়া এবং নাট্যপরিকল্পনায় আব্দুল মুনিম তরফদার।
নির্দেশক জানিয়েছেন, ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক। নাটকের কেন্দ্রে রয়েছেন এক শিক্ষক, এক শিশু এবং এক মায়ের আর্তি; যেখান থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার আলো।
নির্দেশক মো. লাহুল মিয়া বলেন, ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি নাটকটি শুধু প্রযুক্তিগত বার্তা নয়, বরং একটি রাষ্ট্রিক বাস্তবতা ও মানবিক ট্র্যাজেডি। আমরা চেষ্টা করেছি সময়ের ভাষা খুঁজতে। যেখানে ব্যঙ্গ, থ্রিল, শোক, প্যাথস ও র্যাপ পাশাপাশি দাঁড়ায়। ভাষার পাশাপাশি চতুর্থ প্রাচীর ভাঙা হয়েছে, যেন দর্শক নিজেই নাটকের অংশ হয়ে ওঠে।’
৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল মুনিম তরফদার, এঞ্জেলিনা পিয়ানা রোজারিও, এ এইচ এম সাহেদুল আলম, ফারিহা তাসনীম হৃদি, হাদী আকাশ, শেখ সায়েম হোসেন, রাইসুল ইসলাম রোমান, তাসনোভা সানজিদা, ইসরাত মীম, মো. মাহাবুব আলম হৃদয় ও জান্নাতুল ফেরদৌস তোয়া। সহকারী নির্দেশক, সংগীত পরিকল্পনা, পোস্টার ও প্রচারে রয়েছেন মো. মনিরুজ্জামান, প্রোডাকশন ম্যানেজার ও প্রপসে মোহাইমিন দ্বীপু, মঞ্চ ও আলোক পরিকল্পনায় সৈয়দ মো. যুবায়ের।
ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চে একাধিক নতুন নাটকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ফোর্থ ওয়াল থিয়েটার নাট্যদলের নাটক ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মো. লাহুল মিয়া এবং নাট্যপরিকল্পনায় আব্দুল মুনিম তরফদার।
নির্দেশক জানিয়েছেন, ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক। নাটকের কেন্দ্রে রয়েছেন এক শিক্ষক, এক শিশু এবং এক মায়ের আর্তি; যেখান থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার আলো।
নির্দেশক মো. লাহুল মিয়া বলেন, ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি নাটকটি শুধু প্রযুক্তিগত বার্তা নয়, বরং একটি রাষ্ট্রিক বাস্তবতা ও মানবিক ট্র্যাজেডি। আমরা চেষ্টা করেছি সময়ের ভাষা খুঁজতে। যেখানে ব্যঙ্গ, থ্রিল, শোক, প্যাথস ও র্যাপ পাশাপাশি দাঁড়ায়। ভাষার পাশাপাশি চতুর্থ প্রাচীর ভাঙা হয়েছে, যেন দর্শক নিজেই নাটকের অংশ হয়ে ওঠে।’
৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল মুনিম তরফদার, এঞ্জেলিনা পিয়ানা রোজারিও, এ এইচ এম সাহেদুল আলম, ফারিহা তাসনীম হৃদি, হাদী আকাশ, শেখ সায়েম হোসেন, রাইসুল ইসলাম রোমান, তাসনোভা সানজিদা, ইসরাত মীম, মো. মাহাবুব আলম হৃদয় ও জান্নাতুল ফেরদৌস তোয়া। সহকারী নির্দেশক, সংগীত পরিকল্পনা, পোস্টার ও প্রচারে রয়েছেন মো. মনিরুজ্জামান, প্রোডাকশন ম্যানেজার ও প্রপসে মোহাইমিন দ্বীপু, মঞ্চ ও আলোক পরিকল্পনায় সৈয়দ মো. যুবায়ের।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১১ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১১ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
১২ ঘণ্টা আগে