Ajker Patrika

ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ফোর্থ ওয়াল থিয়েটারের নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চে একাধিক নতুন নাটকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ফোর্থ ওয়াল থিয়েটার নাট্যদলের নাটক ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মো. লাহুল মিয়া এবং নাট্যপরিকল্পনায় আব্দুল মুনিম তরফদার।

নির্দেশক জানিয়েছেন, ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক। নাটকের কেন্দ্রে রয়েছেন এক শিক্ষক, এক শিশু এবং এক মায়ের আর্তি; যেখান থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার আলো।

নির্দেশক মো. লাহুল মিয়া বলেন, ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি নাটকটি শুধু প্রযুক্তিগত বার্তা নয়, বরং একটি রাষ্ট্রিক বাস্তবতা ও মানবিক ট্র্যাজেডি। আমরা চেষ্টা করেছি সময়ের ভাষা খুঁজতে। যেখানে ব্যঙ্গ, থ্রিল, শোক, প্যাথস ও র‍্যাপ পাশাপাশি দাঁড়ায়। ভাষার পাশাপাশি চতুর্থ প্রাচীর ভাঙা হয়েছে, যেন দর্শক নিজেই নাটকের অংশ হয়ে ওঠে।’

৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল মুনিম তরফদার, এঞ্জেলিনা পিয়ানা রোজারিও, এ এইচ এম সাহেদুল আলম, ফারিহা তাসনীম হৃদি, হাদী আকাশ, শেখ সায়েম হোসেন, রাইসুল ইসলাম রোমান, তাসনোভা সানজিদা, ইসরাত মীম, মো. মাহাবুব আলম হৃদয় ও জান্নাতুল ফেরদৌস তোয়া। সহকারী নির্দেশক, সংগীত পরিকল্পনা, পোস্টার ও প্রচারে রয়েছেন মো. মনিরুজ্জামান, প্রোডাকশন ম্যানেজার ও প্রপসে মোহাইমিন দ্বীপু, মঞ্চ ও আলোক পরিকল্পনায় সৈয়দ মো. যুবায়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত