Ajker Patrika

সাফল্য এখন আর টানে না জয়া আহসানকে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম
জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম

লম্বা পথ পাড়ি দিয়ে এসেছেন জয়া আহসান। টিভি নাটক থেকে সিনেমা, দেশ থেকে বিদেশে—সব ক্ষেত্রে, সব কাজে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। পেয়েছেন প্রশংসা, পুরস্কার, স্বীকৃতি, সাফল্য—সবই। তবে ইদানীং নাকি তাঁকে সাফল্য আর টানে না, ফিরতে চান শিকড়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী।

১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। ঘনিয়ে এসেছে মুক্তির তারিখ। জয়া এখন তাই ভীষণ ব্যস্ত প্রমোশনে। সিনেমার প্রচারের অংশ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার আর ফটোশুটে অংশ নিচ্ছেন। সিনেমা নিয়ে কথা তো বলছেনই, ছুঁয়ে যাচ্ছেন ব্যক্তিগত প্রসঙ্গও।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়ের পক্ষ থেকে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়, ‘স্টারডামে ক্লান্ত জয়া আহসান? তবে কি আর কিছু পেতে চান না?’

‘ডিয়ার মা’ সিনেমার শুটিংয়ে ধৃতিমান চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম
‘ডিয়ার মা’ সিনেমার শুটিংয়ে ধৃতিমান চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম

উত্তরে জয়া বললেন, ‘কী পাওয়া বাকি রয়ে গেল, সেটা নিয়ে আর ভাবি না। অনেকে বলেন আমি সফল, কিন্তু এখন আর সাফল্য টানে না। ওই শব্দের সঙ্গে একটা স্বার্থপরতা লুকিয়ে আছে। আমি শিল্পী হিসেবে, মানুষ হিসেবে সার্থক হতে চাই।’

অভিনয় আর পেশাগত ব্যস্ততার ফাঁকে যতখানি সুযোগ পান, সময়টা নিজের মতো করে কাটান জয়া আহসান। তাঁর ওই ব্যক্তিগত গণ্ডিতে আছে পশু, পাখি, গাছপালা। চাষাবাদ ভীষণ পছন্দ করেন। সারাক্ষণ লাইমলাইট আর তারকাখ্যাতির একঘেয়েমি কাটাতে এই কাজটি তাঁর কাছে অক্সিজেনের মতো।

আনন্দলোকের প্রচ্ছদে জয়া। ছবি: ইনস্টাগ্রাম
আনন্দলোকের প্রচ্ছদে জয়া। ছবি: ইনস্টাগ্রাম

জয়া আহসান বলেন, ‘চাষাবাদের ব্যাপারটা বোধহয় প্রথম থেকেই আমার ভেতরে ছিল। একটা সময়ের পরে সেলিব্রিটি তকমা, লাইট, ক্যামেরা, অ্যাকশন একঘেয়ে হয়ে যায়। আগে ওগুলোই জীবনের ডিজায়ার ছিল। কিন্তু এখন শিকড়ের কাছে ফিরতে ইচ্ছে করে। চাষ করাটা আমায় মাটির কাছাকাছি নিয়ে যায়। বলতে পারেন ওটা আমার অক্সিজেন। ডিটক্স করে। অনেকে শুনলে ভাববেন, আমি নাটক করছি। কিন্তু আমি আমার গাছেদের সঙ্গে কথা বলি।’

চাষাবাদ ভীষণ পছন্দ করেন জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম
চাষাবাদ ভীষণ পছন্দ করেন জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম

এসব শুনে অনেকে হয়তো ভাবতে পারেন, ইদানীং জয়া আহসান একটু বেশিই আবেগে ভর দিয়ে চলছেন। সেটা যাতে মনে না হয়, তাই মনে করিয়ে দিলেন, ‘আমি খুবই বাস্তববাদী এবং সংবেদনশীল মানুষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

এক বছর আগের সাহস গেল কোথায়

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে

শিক্ষার্থীদের ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া বিএসবির সেই বাশার গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত