বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা নববর্ষ উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার। দুই দিনব্যাপী এই নাট্যোৎসবে অংশ নেবে চারটি নাটকের দল। ১৩ ও ১৪ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অডিটরিয়ামে আয়োজিত হবে এই উৎসব।
উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকাল ১১টায় দেখা যাবে ‘তাসের দেশ’। এটি এমন এক রাজ্যের গল্প, যেখানে স্বাধীনতা বন্দী, আর মানুষের হৃদয় বিপ্লবের কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যটি মঞ্চে আনছে আইইউবি থিয়েটার। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ।
১৪ এপ্রিল বেলা ১টায় প্রদর্শিত হবে তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’। একজন আগন্তুকের কণ্ঠনালিতে বহুকাল ধরে সূর্য আটকে আছে। সে এটা বের করতে চায় অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চায়। একপর্যায়ে এই আগন্তুক মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে মানুষের রূপ থেকে কুকুরে পরিণত হয়। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় কণ্ঠনালীতে সূর্য নির্দেশনা দিয়েছেন দীপক সুমন।
উৎসব শেষ হবে বটতলা থিয়েটারের ‘খনা’ দিয়ে। সামিনা লুৎফা নিত্রার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ইতিহাসে হারিয়ে যাওয়া এক নারীর কণ্ঠস্বর, যিনি আগাম বলে দিতে পারতেন ভবিষ্যৎ অথচ নিজের ভাগ্যটাই তিনি বলতে পারেননি। এমন গল্পেই তৈরি হয়েছে খনা।
আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভীন বলেন, ‘নববর্ষ মানেই শুধু নতুন ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টানো নয়, এটি সময়ের গহিন থেকে প্রাণের নতুন করে জাগরণ। বৈশাখ নিয়ে আসে সৃষ্টির আনন্দ। তাই নববর্ষের উৎসবে নাট্যশিল্পের আবহ ছড়িয়ে দিতে আইইউবি থিয়েটার আয়োজন করছে দুই দিনব্যাপী এই নাট্যোৎসব।’
উৎসবে নাটকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আইইউবি থিয়েটারের ফেসবুক পেজে গিয়ে ক্রয় করা যাচ্ছে টিকিট।
বাংলা নববর্ষ উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার। দুই দিনব্যাপী এই নাট্যোৎসবে অংশ নেবে চারটি নাটকের দল। ১৩ ও ১৪ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অডিটরিয়ামে আয়োজিত হবে এই উৎসব।
উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকাল ১১টায় দেখা যাবে ‘তাসের দেশ’। এটি এমন এক রাজ্যের গল্প, যেখানে স্বাধীনতা বন্দী, আর মানুষের হৃদয় বিপ্লবের কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যটি মঞ্চে আনছে আইইউবি থিয়েটার। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ।
১৪ এপ্রিল বেলা ১টায় প্রদর্শিত হবে তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’। একজন আগন্তুকের কণ্ঠনালিতে বহুকাল ধরে সূর্য আটকে আছে। সে এটা বের করতে চায় অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চায়। একপর্যায়ে এই আগন্তুক মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে মানুষের রূপ থেকে কুকুরে পরিণত হয়। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় কণ্ঠনালীতে সূর্য নির্দেশনা দিয়েছেন দীপক সুমন।
উৎসব শেষ হবে বটতলা থিয়েটারের ‘খনা’ দিয়ে। সামিনা লুৎফা নিত্রার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ইতিহাসে হারিয়ে যাওয়া এক নারীর কণ্ঠস্বর, যিনি আগাম বলে দিতে পারতেন ভবিষ্যৎ অথচ নিজের ভাগ্যটাই তিনি বলতে পারেননি। এমন গল্পেই তৈরি হয়েছে খনা।
আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভীন বলেন, ‘নববর্ষ মানেই শুধু নতুন ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টানো নয়, এটি সময়ের গহিন থেকে প্রাণের নতুন করে জাগরণ। বৈশাখ নিয়ে আসে সৃষ্টির আনন্দ। তাই নববর্ষের উৎসবে নাট্যশিল্পের আবহ ছড়িয়ে দিতে আইইউবি থিয়েটার আয়োজন করছে দুই দিনব্যাপী এই নাট্যোৎসব।’
উৎসবে নাটকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আইইউবি থিয়েটারের ফেসবুক পেজে গিয়ে ক্রয় করা যাচ্ছে টিকিট।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৫ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৮ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৮ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১১ ঘণ্টা আগে