গুদামে তেলের বিশাল মজুত, অভিযানে স্বস্তি বাজারে
বিসমিল্লাহ স্টোরের একটি গোডাউন থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান। অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে বিসমিল্লাহ স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।