মুখোমুখি অবস্থানেব্যবসায়ী-সরকার
বাজারে সরকার-নির্ধারিত দামে কোথাও ভোজ্যতেল বিক্রি হচ্ছে না। একই সঙ্গে বাজারে সরবরাহও কম। ব্যবসায়ীরা বলছেন, অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আর সরকার বলছে, ব্যবসায়ীদের অনেক ছাড় দেওয়া হয়েছে। এখন আর ছাড় দেওয়া হবে না। ভোক্তাদের জিম্মি করে ব্যবসা করার সুযোগ নেই।