ভেনেজুয়েলার তেল চীনে যাচ্ছে ব্রাজিলের নামে, ব্যবহার করছে জিপিএস জালিয়াতি
এই কৌশলের মাধ্যমে শুধু নিষেধাজ্ঞা এড়ানোই নয়, বাঁচানো হচ্ছে সময় ও খরচও। আগে যেখানে ভেনেজুয়েলা থেকে চীনে যাওয়ার পথে মালয়েশিয়ার উপকূল ঘুরে যেতে হতো, সেখানে এখন সোজা পথে চীন পৌঁছে যেতে পারছে তেলের ট্যাংকার, সময় কমছে অন্তত চার দিন।