আজকের পত্রিকা ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত জানুয়ারিতে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন, যা এবার দ্বিগুণ করা হলো। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বিশ্বের অন্যতম প্রধান মাদক পাচারকারী। তিনি মেক্সিকোর কুখ্যাত কার্টেলগুলোর সঙ্গে যোগসাজশে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল-মিশ্রিত কোকেন ছড়ানোর কাজ করছেন।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই ‘ঐতিহাসিক’ পুরস্কার বৃদ্ধির ঘোষণা দেন। তিনি মাদুরোর বিরুদ্ধে ভেনেজুয়েলার অপরাধী চক্র ‘ত্রেন দে আরাগুয়া’ এবং ‘কার্টেল অব দ্য সানস’-এর পাশাপাশি মেক্সিকোর কুখ্যাত ‘সিনালোয়া কার্টেল’-এর সঙ্গে সহযোগিতার অভিযোগ করেন।
বন্ডি বলেন, ‘তিনি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী এবং মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই আমরা তাঁর ব্যাপারে তথ্য দেওয়ার জন্য পুরস্কারের অর্থ ৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছি।’ তিনি আরও বলেন, ‘মাদুরো কোনোভাবেই আইনের হাত থেকে বাঁচতে পারবেন না এবং তাঁর জঘন্য অপরাধের জন্য তাঁকে জবাবদিহি করতেই হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে তা নিশ্চিত হবে।’ এরপর তিনি জনসাধারণের জন্য একটি হটলাইন নম্বর দেন, যেখানে তারা তথ্য জানাতে পারবে।
বন্ডি জানান, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখন পর্যন্ত মাদুরোর সঙ্গে সম্পর্কিত প্রায় ৭০০ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে, যার মধ্যে দুটি ব্যক্তিগত জেট ও ৯টি গাড়ি রয়েছে। তিনি দাবি করেন, জব্দ করা কয়েক টন কোকেনের উৎস সরাসরি প্রেসিডেন্ট মাদুরো।
অ্যাটর্নি জেনারেল বন্ডির এই ঘোষণাকে হাস্যকর আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে তিনি লেখেন, এটি ‘এযাবৎকালের সবচেয়ে হাস্যকর ধোঁকাবাজি’। জেফরি এপস্টেইন বিতর্ক থেকে জনগণের মনোযোগ সরাতেই ট্রাম্প প্রশাসন এই চতুর পদক্ষেপ নিয়েছে। তাঁর ভাষ্যমতে, এটি ট্রাম্পের একটি নোংরা রাজনৈতিক কৌশল।
২০২০ সালে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন একটি মার্কিন ফেডারেল আদালতে মাদুরো এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল। সে সময় তার গ্রেপ্তারের জন্য ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যা পরে বাইডেন প্রশাসনের সময় ওসামা বিন লাদেনের জন্য ঘোষিত ২৫ মিলিয়ন ডলারের সমান করা হয়।
গত জুনে ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক হুগো কারভাহাল যুক্তরাষ্ট্রে মাদক পাচার এবং মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে দোষ স্বীকার করেছেন। কারভাহাল ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সরকারে কাজ করেছেন। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কারভাহাল এবং ভেনেজুয়েলার অন্যান্য উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তারা একটি মাদক কার্টেল পরিচালনা করতেন, যার লক্ষ্য ছিল কোকেন দিয়ে যুক্তরাষ্ট্রকে ভাসিয়ে দেওয়া।
মার্কিন পুরস্কারের ঘোষণা সত্ত্বেও, ২০২৪ সালের নির্বাচনে মাদুরো পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকান কয়েকটি সরকার অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানায়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত জানুয়ারিতে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন, যা এবার দ্বিগুণ করা হলো। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বিশ্বের অন্যতম প্রধান মাদক পাচারকারী। তিনি মেক্সিকোর কুখ্যাত কার্টেলগুলোর সঙ্গে যোগসাজশে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল-মিশ্রিত কোকেন ছড়ানোর কাজ করছেন।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই ‘ঐতিহাসিক’ পুরস্কার বৃদ্ধির ঘোষণা দেন। তিনি মাদুরোর বিরুদ্ধে ভেনেজুয়েলার অপরাধী চক্র ‘ত্রেন দে আরাগুয়া’ এবং ‘কার্টেল অব দ্য সানস’-এর পাশাপাশি মেক্সিকোর কুখ্যাত ‘সিনালোয়া কার্টেল’-এর সঙ্গে সহযোগিতার অভিযোগ করেন।
বন্ডি বলেন, ‘তিনি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী এবং মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই আমরা তাঁর ব্যাপারে তথ্য দেওয়ার জন্য পুরস্কারের অর্থ ৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছি।’ তিনি আরও বলেন, ‘মাদুরো কোনোভাবেই আইনের হাত থেকে বাঁচতে পারবেন না এবং তাঁর জঘন্য অপরাধের জন্য তাঁকে জবাবদিহি করতেই হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে তা নিশ্চিত হবে।’ এরপর তিনি জনসাধারণের জন্য একটি হটলাইন নম্বর দেন, যেখানে তারা তথ্য জানাতে পারবে।
বন্ডি জানান, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখন পর্যন্ত মাদুরোর সঙ্গে সম্পর্কিত প্রায় ৭০০ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে, যার মধ্যে দুটি ব্যক্তিগত জেট ও ৯টি গাড়ি রয়েছে। তিনি দাবি করেন, জব্দ করা কয়েক টন কোকেনের উৎস সরাসরি প্রেসিডেন্ট মাদুরো।
অ্যাটর্নি জেনারেল বন্ডির এই ঘোষণাকে হাস্যকর আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে তিনি লেখেন, এটি ‘এযাবৎকালের সবচেয়ে হাস্যকর ধোঁকাবাজি’। জেফরি এপস্টেইন বিতর্ক থেকে জনগণের মনোযোগ সরাতেই ট্রাম্প প্রশাসন এই চতুর পদক্ষেপ নিয়েছে। তাঁর ভাষ্যমতে, এটি ট্রাম্পের একটি নোংরা রাজনৈতিক কৌশল।
২০২০ সালে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন একটি মার্কিন ফেডারেল আদালতে মাদুরো এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল। সে সময় তার গ্রেপ্তারের জন্য ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যা পরে বাইডেন প্রশাসনের সময় ওসামা বিন লাদেনের জন্য ঘোষিত ২৫ মিলিয়ন ডলারের সমান করা হয়।
গত জুনে ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক হুগো কারভাহাল যুক্তরাষ্ট্রে মাদক পাচার এবং মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে দোষ স্বীকার করেছেন। কারভাহাল ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সরকারে কাজ করেছেন। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কারভাহাল এবং ভেনেজুয়েলার অন্যান্য উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তারা একটি মাদক কার্টেল পরিচালনা করতেন, যার লক্ষ্য ছিল কোকেন দিয়ে যুক্তরাষ্ট্রকে ভাসিয়ে দেওয়া।
মার্কিন পুরস্কারের ঘোষণা সত্ত্বেও, ২০২৪ সালের নির্বাচনে মাদুরো পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকান কয়েকটি সরকার অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানায়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লাতিন আমেরিকা অঞ্চলের কমান্ডের নেতৃত্বে থাকা অ্যাডমিরাল এলভিন হোলসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি চলতি বছরের শেষেই পদত্যাগ করবেন। তাঁর চাকরির জন্য নির্ধারিত বয়সসীমার দুই বছর আগেই পদ ছাড়ছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগেফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা থেকে জিম্মিদের মরদেহ ফেরাতে সময় লাগতে পারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া এসব মরদেহ খুঁজে বের করা কঠিন। এদিকে, ইসরায়েল জানিয়েছে—তারা মধ্যস্থতাকারীদের কাছে জিম্মিদের মরদেহের অবস্থানের ব্যাপারে গোয়েন্দা তথ্য দিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তাঁর ও পুতিনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের...
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তাঁর সরকার গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে