বেদখল খাসজমির তথ্য নেই খোদ ভূমি মন্ত্রণালয়ে
দেশে কী পরিমাণ খাসজমি বেদখল হয়েছে, তার কোনো সঠিক হিসাব নেই খোদ ভূমি মন্ত্রণালয়ে। যদিও এই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি অনুবিভাগ আছে সারা দেশের খাসজমি দেখভাল করার জন্য। তাদের মূল কাজই হলো নানা কাজে সরকারি-বেসরকারি খাতে খাসজমির বন্দোবস্ত দেওয়া এবং জেলা প্রশাসকদের (ডিসি) পাঠানো খাসজমির ত