মেরি স্টোপসের অবহেলা: ব্যথার চিকিৎসা নিতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত
পেটে নিয়মিত ব্যথা। সেই ব্যথা সারাতে চিকিৎসকের কাছ যান টাঙ্গাইলের ভূঞাপুরের রিনা বেগম। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর কিডনিতে পাথর আছে, যা অপসারণ করতে হবে। এরপর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে কিডনির পাথর অপসারণ করান ওই রোগী। এই ঘটনা ২০২০ সালের। তবে এখানেই শেষ নয়, সমস্যার সূত্রপাত কেবল।