মরুভূমিতে বিশাল হাতটি এল কীভাবে
চিলির আতাকামা মরুভূমির মাঝখানের রাস্তা দিয়ে যাঁরা গাড়ি চালিয়ে যান, তাঁদের অনেকেই প্রথম দেখায় একে মনে করে বসেন মরীচিকা। বালু থেকে বেরিয়ে আছে বিশাল এক হাতের ছড়ানো পাঁচ আঙুল। যেন বা বিশাল কোনো দৈত্যকার মানুষের প্রায় গোটা শরীরটা কোনো বালুঝড়ে নিচে চলে গেছে, কেবল হাতের একটা অংশ বের করে আছে।