ফেনী প্রতিনিধি
ফেনীতে আল্লাহর ৯৯ নাম সংবলিত ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের মিজান রোডের মাথায় সোনালী ব্যাংকের সামনে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। এ সময় ওই স্থানের নামকরণ করা হয় শান্তি চত্বর।
ভাস্কর্যের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করেন নিজাম হাজারী। তিনি বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক কিরাত সম্মেলন হয়। সেই ময়দানের সামনে আল্লাহর নাম সংবলিত এ শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের জন্য এসব আবেগের। এমন ভাস্কর্য পৃথিবীর কোথাও নেই। এই প্রথম ফেনীতে এটি স্থাপন করা হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী। আমরা শান্তিতে থাকতে চাই।’
এদিকে ভাস্কর্যটি উদ্বোধনের সময় উপস্থিত মাদ্রাসার শত শত শিক্ষক-ছাত্র ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে থাকেন। স্লোগান প্রসঙ্গে আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি একটি ধর্মীয় স্লোগান। তাই যেকোনো ধর্মীয় কাজে এই স্লোগান ব্যবহার করা যাবে। তবে জামায়াতে ইসলামী এই স্লোগান ব্যবহার করে বিতর্কের সৃষ্টি করেছে।’
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসুল (সা.)-এর নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
পৌরসভা সূত্র জানায়, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দুই মাসে এর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভাস্কর্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে।
ফেনীতে আল্লাহর ৯৯ নাম সংবলিত ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের মিজান রোডের মাথায় সোনালী ব্যাংকের সামনে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। এ সময় ওই স্থানের নামকরণ করা হয় শান্তি চত্বর।
ভাস্কর্যের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করেন নিজাম হাজারী। তিনি বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক কিরাত সম্মেলন হয়। সেই ময়দানের সামনে আল্লাহর নাম সংবলিত এ শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের জন্য এসব আবেগের। এমন ভাস্কর্য পৃথিবীর কোথাও নেই। এই প্রথম ফেনীতে এটি স্থাপন করা হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী। আমরা শান্তিতে থাকতে চাই।’
এদিকে ভাস্কর্যটি উদ্বোধনের সময় উপস্থিত মাদ্রাসার শত শত শিক্ষক-ছাত্র ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে থাকেন। স্লোগান প্রসঙ্গে আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি একটি ধর্মীয় স্লোগান। তাই যেকোনো ধর্মীয় কাজে এই স্লোগান ব্যবহার করা যাবে। তবে জামায়াতে ইসলামী এই স্লোগান ব্যবহার করে বিতর্কের সৃষ্টি করেছে।’
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসুল (সা.)-এর নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
পৌরসভা সূত্র জানায়, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দুই মাসে এর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভাস্কর্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
১ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৩৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে