বিমানবাহিনী দিবসে পাকিস্তানের শহরগুলোকে ‘রোস্ট’ করে খেল ভারত
মেনু প্রকাশ্যে আসতেই দেখা যায়, তাতে একের পর এক পদ পাকিস্তানের বিভিন্ন শহরের নামে। যেমন—রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মাসালা, রফিকি রারা মাটন, সুক্কুর শাম সাভেরা কোফতা, সরগোধা ডাল মাখনি, জাকোবাবাদ মেওয়া পোলাও, বাহাওয়ালপুর নান এবং ডেজার্টে বালাকোট টিরামিসু, মুজাফফরাবাদ কুলফি ফালুদা, মুরিদকে মিষ্টি পান।