Ajker Patrika

তাসভির ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী সিনেমা ‘দেশলাই’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দেশলাই’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
‘দেশলাই’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের তরুণসমাজ এবং ইন্টারনেটের প্রসারে সমসাময়িক বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘দেশলাই’। যুক্তরাষ্ট্রের সিয়াটলে আয়োজিত সাউথ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা আয়োজন তাসভির ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে সিনেমাটির। উৎসবের সমাপনী সিনেমা হিসেবে ১২ অক্টোবর প্রদর্শিত হবে দেশলাই।

জুয়েল নামের একজন তরুণ টিকটকারের গল্প বলবে দেশলাই। বানিয়েছেন ‘গান্ডু’খ্যাত ভারতীয় পরিচালক কৌশিক মুখার্জি। যিনি কিউ নামে পরিচিত। গল্পের মূল চরিত্র জুয়েল একজন টিকটকার। সে হিরো হতে চায়, ইতিমধ্যে তার ১৫ হাজার ফলোয়ার রয়েছে। জুয়েল এবং তার ভাই জীবন—উভয়ই দৈনিক মজুরিতে শ্রমিকের কাজ করে। একটি ইনফ্লুয়েন্সার কোম্পানিতে যোগ দিতে কাতারে যাওয়ার পরিকল্পনা করে দুই ভাই। মাদক কারবারি করে ধরা পড়ে যায় জীবন। অর্থাভাবে পড়ে জুয়েল। একসময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সে। কিন্তু তার সামনে আরও বড় ট্র্যাজেডি অপেক্ষা করছিল।

নির্মাতা জানিয়েছেন, শুটিং শুরুর সময় এ সিনেমার নাম ছিল ‘জুয়েল’, পরে রাখা হয় দেশলাই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিজু শাহরিয়ার, প্রিয়ম অর্চি, কাজী নওশাবা আহমেদ, সায়ন ঘোষ, অমিত রুদ্র, রাহি আব্দুল্লাহ প্রমুখ।

দেশলাই সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ারের খবর জানিয়ে ফেসবুকে নির্মাতা কিউ লেখেন, ‘দেশলাই, আমাদের নতুন সিনেমা। গল্পটা, মূল চরিত্র, সময়, টিকটকার, ইনফ্লুয়েন্সার—সবই এই সময়ের, একদম ২০২৫। একটা ছোট গল্প লিখেছিলেন সুরজিত সেন। আরও অন্য সব সিনেমার মতো এটাও এক রাতে আমাদের দুজনের গুঞ্জনে জন্ম নেয়। জুয়েল আমাদের খুব কাছের মানুষ। ওর জীবনটা মিষ্টি দুঃখে ভরা। ১২ অক্টোবর প্রিমিয়ার হবে দেশলাই সিনেমার।’

নির্মাতা জানান, উৎসবে দেশলাই টিমের পক্ষ থেকে উপস্থিত থাকবেন প্রিয়ম অর্চি। সিনেমাটি প্রযোজনা করছে ওড জয়েন্ট, বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি, যুক্তরাষ্ট্রের লুমিনারি পিকচার্স, ড্রিমস অন সেল ও প্ল্যাটুন ফিল্মস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত