ভারত সিরিজে শ্রীলঙ্কার রোগ ধরতে পেরেছেন জয়াসুরিয়া
ভারতের বিপক্ষে জিততেই যেন ভুলে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ভেন্যু বদলায়, সংস্করণ বদলায়—তবু লঙ্কানরা জয়ের মুখ দেখছে না। ঘরের মাঠে চলমান সিরিজেও লঙ্কানরা হেরে চলেছে একের পর এক ম্যাচ। লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচ সনাথ জয়াসুরিয়া এখানে ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন।