Ajker Patrika

‘ভারতীয় দল পাকিস্তানে না এলে সেটা খুব বাজে দেখাবে’ 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করছে বারবার। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বাদ যাচ্ছে না আলোচনা থেকে। প্রতিবেশী দেশে ভারতের সফর করা নিয়ে রয়েছে সংশয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মতে এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেটা খারাপ দেখাবে।  

২০২৩ এশিয়া কাপ এককভাবে পাকিস্তানে আয়োজনের কথা ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তি থাকায় সেটা ‘হাইব্রিড মডেলে’ শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দেশে আয়োজিত হয়েছিল। ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি ঠিকই। তবে এরই মধ্যে খসড়া সূচি ও গ্রুপিং বিদেশি সংবাদমাধ্যমগুলোতে জানা গেছে। পিসিবি নিজেদের দেশে আয়োজন করা নিয়ে যতই আশাবাদী হোক না কেন, বিসিসিআইয়ের থেকে এখনো সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি।এ ব্যাপারে দুই দেশের ক্রিকেট কর্মকর্তাদের মধ্যে চলছে কথার লড়াই।সংবাদমাধ্যমকে গতকাল পাকিস্তানের কিংবদন্তি মঈন খান বলেন,  ‘ভারত বড় দল। তাদের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা উচিত। এশিয়া কাপের পর এখন যদি চ্যাম্পিয়নস ট্রফিতে না আসে, সেটা খুব বাজে দেখাবে।’

ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে কি না—সেই ব্যাপারে চুপ থাকতে পিসিবির বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সভাপতি মহসিন নাকভি।  অন্যদিকে সাকলাইন মুশতাক বল ঠেলে দিয়েছেন আইসিসির কোর্টে। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা সোজা কথা। যদি ভারত আসতে চায়, তাহলে তো ভালো। তারা আসতে না চাইলে এতে কিছু যায় আসে না। এ ব্যাপারে হৈ চৈ করার কিছু নেই। এতে কারো ক্ষতি বা ভালো কিছু হবে না। এটা আইসিসির ইভেন্ট। তাদের তো উচিত ব্যাপারটা দেখা।’

১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ক্রিকইনফোর কয়েক মাস আগের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টুর্নামেন্টটির ফাইনালও হতে পারে লাহোরে। ভারতীয় ক্রিকেট দলের ভ্রমণঝক্কি এড়াতেই মূলত সব ম্যাচ একই ভেন্যুতে দেওয়া। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার।

ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ তো হয় না ১১ বছর ধরে। একারণে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে দুই দলের ম্যাচ নিয়ে অনেকেরই থাকে তুমুল আগ্রহ। 
এমনকি পাকিস্তানে সবশেষ ভারতীয় ক্রিকেট সফর করেছে ২০০৮ এশিয়া কাপ খেলতে।  

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত