ভারত-পাকিস্তান রাষ্ট্রীয় সংঘাতে বন্ধ হতে বসেছিল দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক। তবে মে মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তাদের ক্রিকেটীয় লড়াই নিয়ে ভক্ত-সমর্থকদের মনে জাগে আশার আলো। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা হওয়ার পর সেটা (ভারত-পাকিস্তান ম্যাচ) আরও জোরালো হয়ে ওঠে।
ক্রিস ওকসের আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। সতীর্থদের সঙ্গে আলাপ-আলোচনার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউর সিদ্ধান্ত নিলেন। রিভিউতে দেখা যায়, বল পায়ে আঘাত করার আগে সেটা ঋষভ পন্তের ব্যাট ছুঁয়ে এসেছে। সেই যাত্রায় বেঁচে যান পন্ত।
ওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
ভারত-পাকিস্তান ম্যাচের কাহিনি যেন শেষ হয়েও হলো না শেষ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) ম্যাচটার কথাই ধরা যাক। ম্যাচ বাতিল হলেও রেশটা এখনো রয়ে গেছে। বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে ভারত-পাকিস্তানের ডব্লিউসিএলের ম্যাচটা নিয়ে।