নামের জোরেই আইপিএলে টিকে আছেন রোহিত, দাবি ভনের
চ্যাম্পিয়নস ট্রফির পর ছন্দ হারিয়ে ফেলেছেন রোহিত শর্মা। চার-ছক্কার ধুন্ধুমার আইপিএলে যেখানে রানের বন্যা বয়ে গেছে, রোহিতের তখন চলছে শনির দশা। ভক্ত-সমর্থকেরা যে রোহিতের থেকে বিস্ফোরক ইনিংস দেখতে মুখিয়ে থাকেন, সেখানে একরাশ হতাশা উপহার দিচ্ছেন ভারতের এই তারকা ব্যাটার।