ক্রীড়া ডেস্ক
বড় মঞ্চে ভারতকে পেলেই জ্বলে ওঠেন বলে ট্রাভিস হেডকে অনেকে ‘ট্রাভিস হেডেক’ বলে থাকেন। ভারতের অনেকবার মাথাব্যথার কারণ হয়েছেন তিনি। কিন্তু বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটার আইপিএলে ইনিংস বড় করতে পারছেন না। দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন বলে তাঁকে নিয়ে চলছে রসিকতা।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গত বছর থেকেই মারমুখী ব্যাটিং করছেন হেড। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৬৭ ও ৪৭ রানের ঝোড়ো দুটি ইনিংস খেলার পর ঝিমিয়ে গেছেন। নিজের সবশেষ দুই ম্যাচ মিলিয়ে ৩০ রানও করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই চার মারেন হেড। ঠিক তার পরের বলেই এই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন কলকাতা পেসার বৈভব অরোরা। হেডকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘শুরু থেকেই এভাবে এগোচ্ছেন তিনি।’ ছবিতে দেখা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সবশেষ তিন ইনিংস মিলে করেছেন ৪ রান। দুই বার ডাক মেরেছেন।
হেড যেমন ধুঁকছে, তেমনি বিব্রতকর রেকর্ডেও নাম লেখাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। গত রাতে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানে হেরেছে হায়দরাবাদ। আইপিএল ইতিহাসে এটা হায়দরাবাদের সবচেয়ে বেশি রানে হারের ‘লজ্জাজনক’ রেকর্ড। এর আগে এই রেকর্ড তারা করেছিল ২০২৪ আইপিএলে। এম.এ. চিদাম্বারম স্টেডিয়ামে গত বছর সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস।
টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাটিং পাওয়া কলকাতা নাইট রাইডার্সের ১৫ ওভার শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১২২ রান। এখান থেকেই তারা গিয়ার বদলে শেষ ৫ ওভারে ১ উইকেটে ৭৮ রান যোগ করে। নির্ধারিত ২০ ওভারে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতার স্কোর হয়েছে ৫ উইকেটে ২০০ রান। ২৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কলকাতার বাঁহাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার।
Head-ing towards the business, right from the start 🔥 pic.twitter.com/0XDCRftT1I
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2025
২০১ রানের লক্ষ্যে নেমে ১৬.৪ ওভারে ১২০ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার বৈভব অরোরা। এক ওভার মেডেনও দেন তিনি। রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীও নিয়েছেন ৩ উইকেট। ৮০ রানে জিতে পয়েন্ট টেবিলের তলানি (১০ নম্বর) থেকে ৫ নম্বরে উঠে এসেছে কলকাতা। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট এখন তাদের। দলটির নেট রানরেট +০.০৭০। অন্যদিকে হায়দরাবাদ অবস্থান করছে তলানিতে।
বড় মঞ্চে ভারতকে পেলেই জ্বলে ওঠেন বলে ট্রাভিস হেডকে অনেকে ‘ট্রাভিস হেডেক’ বলে থাকেন। ভারতের অনেকবার মাথাব্যথার কারণ হয়েছেন তিনি। কিন্তু বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটার আইপিএলে ইনিংস বড় করতে পারছেন না। দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন বলে তাঁকে নিয়ে চলছে রসিকতা।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গত বছর থেকেই মারমুখী ব্যাটিং করছেন হেড। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৬৭ ও ৪৭ রানের ঝোড়ো দুটি ইনিংস খেলার পর ঝিমিয়ে গেছেন। নিজের সবশেষ দুই ম্যাচ মিলিয়ে ৩০ রানও করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই চার মারেন হেড। ঠিক তার পরের বলেই এই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন কলকাতা পেসার বৈভব অরোরা। হেডকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘শুরু থেকেই এভাবে এগোচ্ছেন তিনি।’ ছবিতে দেখা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সবশেষ তিন ইনিংস মিলে করেছেন ৪ রান। দুই বার ডাক মেরেছেন।
হেড যেমন ধুঁকছে, তেমনি বিব্রতকর রেকর্ডেও নাম লেখাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। গত রাতে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানে হেরেছে হায়দরাবাদ। আইপিএল ইতিহাসে এটা হায়দরাবাদের সবচেয়ে বেশি রানে হারের ‘লজ্জাজনক’ রেকর্ড। এর আগে এই রেকর্ড তারা করেছিল ২০২৪ আইপিএলে। এম.এ. চিদাম্বারম স্টেডিয়ামে গত বছর সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস।
টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাটিং পাওয়া কলকাতা নাইট রাইডার্সের ১৫ ওভার শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১২২ রান। এখান থেকেই তারা গিয়ার বদলে শেষ ৫ ওভারে ১ উইকেটে ৭৮ রান যোগ করে। নির্ধারিত ২০ ওভারে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতার স্কোর হয়েছে ৫ উইকেটে ২০০ রান। ২৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কলকাতার বাঁহাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার।
Head-ing towards the business, right from the start 🔥 pic.twitter.com/0XDCRftT1I
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2025
২০১ রানের লক্ষ্যে নেমে ১৬.৪ ওভারে ১২০ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার বৈভব অরোরা। এক ওভার মেডেনও দেন তিনি। রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীও নিয়েছেন ৩ উইকেট। ৮০ রানে জিতে পয়েন্ট টেবিলের তলানি (১০ নম্বর) থেকে ৫ নম্বরে উঠে এসেছে কলকাতা। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট এখন তাদের। দলটির নেট রানরেট +০.০৭০। অন্যদিকে হায়দরাবাদ অবস্থান করছে তলানিতে।
আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, আন্তেনিও রুদিগার ও দানি সেবায়োসকে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা—উয়েফা। এমবাপ্পেকে ৩০ হাজার, রুদিগারকে ৪০ হাজার ও সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে সংস্থাটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও অভিযুক্ত
৭ ঘণ্টা আগেদুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়ার পর থেকেই এই আলোচনা। তবে প্রশ্নটা এখনো ঘুরপাকের মধ্যেই আছে। হ্যারি ব্রুক, বেন স্টোকস, না জো রুট। দলের সেরা ব্যাটার রুট প্রস্তাব পাওয়ার আগেই স্পষ্ট জানালেন, নতুন করে ইংল্যান্ডের অধিনায়ক হতে আগ্রহী নন তিনি।
৮ ঘণ্টা আগেএক দশক ধরে ম্যানচেস্টার সিটির মধ্যমণি। বয়সও হয়ে গেছে ৩৩, এবার পেপ গার্দিওলার বাজির ঘোড়া কেভিন ডি ব্রুইনে জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষে চুক্তি শেষ হলে সিটিকে বিদায় জানাবেন তিনি। ২০১৫ সালে ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন এই বেলজিয়ান তারকা। সব মিলিয়ে জিতেছেন ১৬টি ট্রফি, এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লি
১০ ঘণ্টা আগেঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
১২ ঘণ্টা আগে