Ajker Patrika

ভারতের মাথাব্যথা হেডকে নিয়ে কলকাতার রসিকতা, ‘লজ্জা’ পেল হায়দরাবাদও

ক্রীড়া ডেস্ক    
ট্রাভিস হেডকে নিয়ে এভাবেই ব্যঙ্গ-বিদ্রুপ করেছে কলকাতা নাইট রাইডার্স। ছবি: এক্স
ট্রাভিস হেডকে নিয়ে এভাবেই ব্যঙ্গ-বিদ্রুপ করেছে কলকাতা নাইট রাইডার্স। ছবি: এক্স

বড় মঞ্চে ভারতকে পেলেই জ্বলে ওঠেন বলে ট্রাভিস হেডকে অনেকে ‘ট্রাভিস হেডেক’ বলে থাকেন। ভারতের অনেকবার মাথাব্যথার কারণ হয়েছেন তিনি। কিন্তু বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটার আইপিএলে ইনিংস বড় করতে পারছেন না। দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন বলে তাঁকে নিয়ে চলছে রসিকতা।

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গত বছর থেকেই মারমুখী ব্যাটিং করছেন হেড। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৬৭ ও ৪৭ রানের ঝোড়ো দুটি ইনিংস খেলার পর ঝিমিয়ে গেছেন। নিজের সবশেষ দুই ম্যাচ মিলিয়ে ৩০ রানও করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই চার মারেন হেড। ঠিক তার পরের বলেই এই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন কলকাতা পেসার বৈভব অরোরা। হেডকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘শুরু থেকেই এভাবে এগোচ্ছেন তিনি।’ ছবিতে দেখা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সবশেষ তিন ইনিংস মিলে করেছেন ৪ রান। দুই বার ডাক মেরেছেন।

হেড যেমন ধুঁকছে, তেমনি বিব্রতকর রেকর্ডেও নাম লেখাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। গত রাতে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানে হেরেছে হায়দরাবাদ। আইপিএল ইতিহাসে এটা হায়দরাবাদের সবচেয়ে বেশি রানে হারের ‘লজ্জাজনক’ রেকর্ড। এর আগে এই রেকর্ড তারা করেছিল ২০২৪ আইপিএলে। এম.এ. চিদাম্বারম স্টেডিয়ামে গত বছর সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস।

টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাটিং পাওয়া কলকাতা নাইট রাইডার্সের ১৫ ওভার শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১২২ রান। এখান থেকেই তারা গিয়ার বদলে শেষ ৫ ওভারে ১ উইকেটে ৭৮ রান যোগ করে। নির্ধারিত ২০ ওভারে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতার স্কোর হয়েছে ৫ উইকেটে ২০০ রান। ২৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কলকাতার বাঁহাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার।

২০১ রানের লক্ষ্যে নেমে ১৬.৪ ওভারে ১২০ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার বৈভব অরোরা। এক ওভার মেডেনও দেন তিনি। রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীও নিয়েছেন ৩ উইকেট। ৮০ রানে জিতে পয়েন্ট টেবিলের তলানি (১০ নম্বর) থেকে ৫ নম্বরে উঠে এসেছে কলকাতা। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট এখন তাদের। দলটির নেট রানরেট ‍+০.০৭০। অন্যদিকে হায়দরাবাদ অবস্থান করছে তলানিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত