ক্রীড়া ডেস্ক
মোহাম্মদ শামি ব্যস্ত ২০২৫ আইপিএলে। ম্যাচের কারণে তাঁকে ভ্রমণ করতে হচ্ছে এক শহর থেকে আরেক শহর। টুর্নামেন্টের মাঝেই উত্তর প্রদেশের আমরোহা এলাকায় এক প্রতিষ্ঠানের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
জেলা পর্যায়ে তদন্তের পর মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (এমজিএনআরইজিএ) প্রতিষ্ঠানের অর্থ জালিয়াতির অভিযোগ এসেছে। এখানে শামির আত্মীয়-স্বজন জড়িত বলে স্থানীয় কর্মকর্তারা গতকাল দাবি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট নিধি গুপ্তা ভাটস গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, উত্তর প্রদেশের আমরোহায় এমজিএনআরইজিএর টাকা-পয়সা বণ্টন নিয়ে জালিয়াতির অভিযোগ প্রমাণিত। নিধি বলেন, ‘স্থানীয় কর্মকর্তাদের তদন্তে প্রকাশিত হয়েছে যে এমএনআরজিইএ প্রতিষ্ঠানে ১৮ ব্যক্তি কাজ না করেই টাকা তুলেছেন। অভিযুক্তদের মধ্যে আছেন শামির বোন সাবিনা, সাবিনার স্বামী গজনভি, সাবিনার শ্বশুরবাড়ির তিন ব্যক্তি আমির সুহেইলম নাসরুদ্দিন, শেখু এবং গ্রামপ্রধান গুল আয়েশার ছেলেমেয়েরা।’
গুল আয়েশা বর্তমানে আমরোহা গ্রামের প্রধান ও শামির বোনের শাশুড়ি। তিনিই এমএনআরইজিএ প্রতিষ্ঠানের অর্থ জালিয়াতিকাণ্ডের মধ্যমণি বলে ধরে নেওয়া হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট নিধি বলেন, ‘প্রতারকেরা ২০২১-এর জানুয়ারিতে এমজিএনআরইজিএর জব কার্ডে নাম নিবন্ধন করেছেন। কোনো কাজ না করেই ২০২৪-এর আগস্ট পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন।’ নয়ছয় হওয়া তহবিল পুনরুদ্ধার ও গ্রামপ্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতির আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের ছাঁটাইয়ের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিক পুলিশি প্রতিবেদন ও ‘পঞ্চায়েত রাজ অ্যাক্ট’-এর অধীনে পদক্ষেপ নিতেও বলা হয়েছে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমে এমজিএনআরইজিএর অর্থ নয়ছয় নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই তদন্ত করা হয়েছে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের গত সপ্তাহের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪-এর আগস্ট পর্যন্ত শামির বোন সাবিনা তুলেছেন ৭১০১৩ রুপি আর সাবিনার স্বামী গজনভি ব্যাংক থেকে ৬৫ হাজার রুপি উঠিয়েছেন। প্রাথমিক তদন্তে গ্রাম উন্নয়ন কর্মকর্তা (ভিডিও), সহকারী প্রোগ্রাম কর্মকর্তা (এপিও), অপারেটর, গ্রামপ্রধান ও গ্রামপ্রধানের ঘনিষ্ঠজনদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। পরবর্তীতে আরও তদন্ত হবে।
মোহাম্মদ শামি ব্যস্ত ২০২৫ আইপিএলে। ম্যাচের কারণে তাঁকে ভ্রমণ করতে হচ্ছে এক শহর থেকে আরেক শহর। টুর্নামেন্টের মাঝেই উত্তর প্রদেশের আমরোহা এলাকায় এক প্রতিষ্ঠানের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
জেলা পর্যায়ে তদন্তের পর মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (এমজিএনআরইজিএ) প্রতিষ্ঠানের অর্থ জালিয়াতির অভিযোগ এসেছে। এখানে শামির আত্মীয়-স্বজন জড়িত বলে স্থানীয় কর্মকর্তারা গতকাল দাবি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট নিধি গুপ্তা ভাটস গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, উত্তর প্রদেশের আমরোহায় এমজিএনআরইজিএর টাকা-পয়সা বণ্টন নিয়ে জালিয়াতির অভিযোগ প্রমাণিত। নিধি বলেন, ‘স্থানীয় কর্মকর্তাদের তদন্তে প্রকাশিত হয়েছে যে এমএনআরজিইএ প্রতিষ্ঠানে ১৮ ব্যক্তি কাজ না করেই টাকা তুলেছেন। অভিযুক্তদের মধ্যে আছেন শামির বোন সাবিনা, সাবিনার স্বামী গজনভি, সাবিনার শ্বশুরবাড়ির তিন ব্যক্তি আমির সুহেইলম নাসরুদ্দিন, শেখু এবং গ্রামপ্রধান গুল আয়েশার ছেলেমেয়েরা।’
গুল আয়েশা বর্তমানে আমরোহা গ্রামের প্রধান ও শামির বোনের শাশুড়ি। তিনিই এমএনআরইজিএ প্রতিষ্ঠানের অর্থ জালিয়াতিকাণ্ডের মধ্যমণি বলে ধরে নেওয়া হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট নিধি বলেন, ‘প্রতারকেরা ২০২১-এর জানুয়ারিতে এমজিএনআরইজিএর জব কার্ডে নাম নিবন্ধন করেছেন। কোনো কাজ না করেই ২০২৪-এর আগস্ট পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন।’ নয়ছয় হওয়া তহবিল পুনরুদ্ধার ও গ্রামপ্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতির আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের ছাঁটাইয়ের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিক পুলিশি প্রতিবেদন ও ‘পঞ্চায়েত রাজ অ্যাক্ট’-এর অধীনে পদক্ষেপ নিতেও বলা হয়েছে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমে এমজিএনআরইজিএর অর্থ নয়ছয় নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই তদন্ত করা হয়েছে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের গত সপ্তাহের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪-এর আগস্ট পর্যন্ত শামির বোন সাবিনা তুলেছেন ৭১০১৩ রুপি আর সাবিনার স্বামী গজনভি ব্যাংক থেকে ৬৫ হাজার রুপি উঠিয়েছেন। প্রাথমিক তদন্তে গ্রাম উন্নয়ন কর্মকর্তা (ভিডিও), সহকারী প্রোগ্রাম কর্মকর্তা (এপিও), অপারেটর, গ্রামপ্রধান ও গ্রামপ্রধানের ঘনিষ্ঠজনদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। পরবর্তীতে আরও তদন্ত হবে।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক পর্তুগাল, স্পেন ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। গত ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিলে বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো...
১১ ঘণ্টা আগেআইপিএলের মাঝপথেই ধাক্কা খেল গুজরাট টাইটান্স। দলটির হয়ে পুরো মৌসুম খেলার কথা ছিল কাগিসো রাবাদার। কিন্তু দুই ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তিনি। ফিরবেন কবে তা জানানো হয়নি।
১১ ঘণ্টা আগেহামজা চৌধুরীর আগমনে প্রবাসী ফুটবলারদের নিয়ে বেড়েছে উন্মাদনা। জাতীয় ফুটবল দলের পাশাপাশি এর ছাপ পড়েছে বয়সভিত্তিক ফুটবলেও। সাফ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিতে আজ বাফুফের অধীনে ট্রায়াল দিয়েছেন দুই প্রবাসী ফুটবলার এলমান মতিন ও আব্দুল কাদির।
১২ ঘণ্টা আগেবাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসি ইভেন্ট থেকে শুরু করে দ্বিপক্ষীয় সিরিজ—সবখানেই তাদের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। ঘরের মাঠ, বিদেশের মাঠ-কোথাও প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না পাকিস্তান...
১৬ ঘণ্টা আগে