অসুস্থ কাক সেবা পেয়ে হয়ে উঠল তারেকের বন্ধু
অসুস্থ ছিল কাকের বাচ্চাটি। তারেক বিন সুলতান কাকের বাচ্চাটাকে উদ্ধার করেন, সেবা করেন, তারপর সুস্থ হলে ছেড়ে দেন। ঘটনাটি বাগেরহাটের মোংলায়। সে প্রায় এক বছর আগের কথা। এরপরই ঘটেছিল অপ্রত্যাশিত ঘটনাটি! নিজের মতো ঘুরে বেড়ানো কাকের ওই বাচ্চা কিন্তু ফিরে আসে তারেকের বাড়িতে। বন্ধু করে নেয় তারেককে। তখন থেকেই ত