Ajker Patrika

ধর্মীয় জীবনযাপনের জন্য অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম

ধর্মীয় জীবনযাপনের জন্য অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম

ধর্মীয় জীবনযাপনের উদ্দেশে শোবিজকে বিদায় বলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফাইয়াজ। সম্প্রতি অভিনেত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আর কোনো নাটক-সিনেমায় অভিনয় না করার ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ তথ্য জানা যায়।

ইনস্টাগ্রামে আনুম ফাইয়াজ লিখেছেন, ‘এই বার্তাটি লেখা আমার জন্য অনেক কঠিন। আমার শোবিজ ক্যারিয়ারের প্রতি আপনারা দীর্ঘদিন পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, অনেক মানুষ এটিতে মন্তব্য করে তাকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তানের তেরে বিন তারকা অভিনেতা ওয়াহাজ আলী তাঁর প্রশংসা করে পোস্টটিতে মন্তব্য করে লেখেন, ‘মাশাআল্লাহ, শুভকামনা তোমার জন্য ফাইয়াজ’। হাশিম আলী নামে একজন লেখেন, ‘আপনি এই সিদ্ধান্তের জন্য একদিন পুরস্কার পাবেন’। আসমা নামে তাঁর এক ভক্ত লেখেন, ‘আপনাকে অনেক পছন্দ করতাম, এখন আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল।’

পাকিস্তানের অভিনেত্রী আনুম ফাইয়াজ‘বেকাদর’ এবং ‘ইয়ে চাহাতে ইয়ে শিদ্দাতিন’ এর মতো অনেক জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। সর্বশেষ তিনি ‘দিল সে’ সিনেমায় অভিনয় করেন। বেশ কিছুদিন ধরে আনুম ফাইয়াজকে শোবিজ অঙ্গনে কম দেখা যাচ্ছিল। এমনকি তাঁর ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যেত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত