Ajker Patrika

মা হতে চলেছেন সানা খান

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬: ১৭
মা হতে চলেছেন সানা খান

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলেছেন তিনি। নতুন খবর হলো, মা হতে চলেছেন সানা। চলতি বছরের জুলাইয়ে ভূমিষ্ঠ হবে তাঁর প্রথম সন্তান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটাই জানা যায়।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সানা বলেন, ‘আমি ভীষণ খুশি। আমি অবশেষে সেই শান্তির সন্ধান পেয়েছি। আমি এমন একজন স্বামী আমার জীবনে পেয়েছি, যিনি আমাকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজনে একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের। আমি চাই আমার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়। আমাদের প্রথম সন্তানের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। মানসিকভাবে আমি অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমি কেবল আমার সন্তানের অপেক্ষা করছি। ও জুলাই মাসে জন্ম নেবে।’

স্বামী আনাসের সঙ্গে সানা খানগত মাসেই স্বামীকে নিয়ে ওমরাহ পালনে গিয়েছিলেন সানা। এবারের ওমরাহকে বিশেষ আখ্যা দিয়েছিলেন তিনি। তিনি তখন ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’

হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয়জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত