জেলেনস্কি: পর্দার স্কুলশিক্ষক থেকে বিপদগ্রস্ত প্রেসিডেন্ট
কখনো সময় আসে, জীবন মুচকি হাসে—কবীর সুমনের এই গানের মতো কখনো কখনো জীবন মুচকি হাসির বদলে রূঢ় করুণ বাস্তবতার মুখোমুখিও দাঁড়ায়। ঠোঁটের কোনা থেকে মুছে যায় হাসি। ভলোদিমির জেলেনস্কির জীবন থেকে এই মুহূর্তে হারিয়ে গেছে হাসি। অথচ একসময় কী দম ফাটানো হাসিতেই না তিনি মাতিয়ে রাখতেন সবাইকে!