ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী তাঁর দেশের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ভূখণ্ডের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলও রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে লুক্সেমবার্গের আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই কথা বলেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আজ, ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে দখলদারেরা।’
এদিকে, ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২ লাখ শিশুকে জোর করে রাশিয়া তুলে নিয়ে গেছে। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ দাবি করেছেন। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে দেওয়া ওই ভাষণে জেলেনস্কি বলেন, ‘৯৮ দিনের যুদ্ধে দখলদার বাহিনীর আক্রমণে অন্তত ৬৯৮ শিশু আহত হয়েছে। এদের খবর আমরা জানি। কিন্তু অনেক অপহরণের খবর আমরা জানি না। বর্তমানে যে অঞ্চলটি দখল করেছে রুশ বাহিনী, সেখানকার কোনো তথ্য আমাদের কাছে নেই।’
জেলেনস্কি আরও বলেন, ‘এ ধরনের অপরাধ মানে শুধু মানুষ চুরি করে নিয়ে যাওয়া নয়, বরং তাদের নির্বাসিত করা, তাদের মন থেকে ইউক্রেনের স্মৃতি মুছে ফেলা এবং কখনোই ইউক্রেনে ফিরতে না দেওয়া।’
জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ধরে নিয়ে যাওয়া শিশুদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মায়ের সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ১৩৯ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী তাঁর দেশের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ভূখণ্ডের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলও রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে লুক্সেমবার্গের আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই কথা বলেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আজ, ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে দখলদারেরা।’
এদিকে, ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২ লাখ শিশুকে জোর করে রাশিয়া তুলে নিয়ে গেছে। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ দাবি করেছেন। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে দেওয়া ওই ভাষণে জেলেনস্কি বলেন, ‘৯৮ দিনের যুদ্ধে দখলদার বাহিনীর আক্রমণে অন্তত ৬৯৮ শিশু আহত হয়েছে। এদের খবর আমরা জানি। কিন্তু অনেক অপহরণের খবর আমরা জানি না। বর্তমানে যে অঞ্চলটি দখল করেছে রুশ বাহিনী, সেখানকার কোনো তথ্য আমাদের কাছে নেই।’
জেলেনস্কি আরও বলেন, ‘এ ধরনের অপরাধ মানে শুধু মানুষ চুরি করে নিয়ে যাওয়া নয়, বরং তাদের নির্বাসিত করা, তাদের মন থেকে ইউক্রেনের স্মৃতি মুছে ফেলা এবং কখনোই ইউক্রেনে ফিরতে না দেওয়া।’
জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ধরে নিয়ে যাওয়া শিশুদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মায়ের সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ১৩৯ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বাসস্টপে লাগেজের ভেতর থেকে দুই বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেরাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউটার্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ জ্বালানি কেনার...
৩ ঘণ্টা আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধের কারণে কলকাতার শুধু ‘মিনি বাংলাদেশ’ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগেনানা অজুহাতে নিজে দেশের নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ, আসামসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্কে আছেন বহু মানুষ। এই ভয়ে কলকাতায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
৩ ঘণ্টা আগে