Ajker Patrika

জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন দুই মন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫: ৩৩
জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন দুই মন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা কিয়েভ সফর করলেন। ইউক্রেনের প্রেসিডেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

এদিকে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, মার্কিন কূটনীতিকরা আগামী সপ্তাহে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ সফর করবেন। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্লিঙ্কেন এবং অস্টিন ইউক্রেন প্রেসিডেন্টকে জানিয়েছেন, তারা ইউক্রেনকে ৩০ কোটি ডলারের বেশি সামরিক অর্থায়ন করবে এবং ১৬ কোটি ৫ লাখ ডলারের গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে। 

মার্কিন দুই মন্ত্রী জেলেনস্কিকে আরও জানিয়েছেন, শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে তাঁর মনোনীত রাষ্ট্রদূতের নাম ঘোষণা করবেন। 

বর্তমানে কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত