Ajker Patrika

টেক্সাসে গুলিতে নিহতদের পরিবারের প্রতি জেলেনস্কির সমবেদনা

আপডেট : ২৫ মে ২০২২, ১৫: ১৬
টেক্সাসে গুলিতে নিহতদের পরিবারের প্রতি জেলেনস্কির সমবেদনা

টেক্সাসের উভালদে প্রাথমিক বিদ্যালয়ে নিহত শিশুদের পরিবারের সদস্য ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সকালে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে আলোচনার সময় তিনি এই সমবেদনা জানান। আজ বুধবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

জেলেনস্কি বলেন, টেক্সাসে ভয়াবহ গুলিতে নিহত শিশুদের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের সবার প্রতি আমি সমবেদনা জানাই। এ ঘটনায় ২১ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৯ জন শিশু রয়েছে। ভুক্তভোগীদের শান্তিপূর্ণ সময়ে বন্দুকধারীদের শিকার হওয়া ভয়ংকর। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই এ হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছেন, তা এখনো জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত