কয়েক শ শিক্ষার্থীর স্বপ্ন বাঁচাতে ৭০ কিলোমিটার গতির ট্রেন চলল ৮৫তে
রেলওয়ের এই কর্মকর্তা লেখেন, ‘পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অন্য ট্রেনকে (বিভিন্ন স্টেশনে) বসিয়ে ট্রেনটিকে এগিয়ে আনছিলাম। ভাগ্য এতই খারাপ, লাহেড়ী মোহনপুর স্টেশনে এসে ধূমকেতুর ইঞ্জিন ফেইল করে। পরে পরীক্ষার্থীদের কথা চিন্তা করে শরৎনগরে অবস্থানরত চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এনে ধূমকেতু আবার চালু ক