কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি তুলি
নির্ধারিত তারিখে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও ফি জমা দিয়েও পরীক্ষায় অংশ নিতে পারেনি দিলশাত জাহান তুলি নামে এক শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছে সে। তুলির পরিবারের অভিযোগ, মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজে কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও অবহেলায় এই ঘটনা ঘটেছে।