Ajker Patrika

বড়লেখায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের বড়লেখায় খালেদুর রহমান (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নিজবাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত খালেদুর রহমান সুফিনগর গ্রামের আবু বক্করের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালেদুর মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরে স্বজনেরা অনেক ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় খালেদুর ঝুলে আছেন। সঙ্গে সঙ্গেই স্বজনেরা বিষয়টি পুলিশে জানায়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, স্বজনেরা জানিয়েছেন খালেদুর দু’বছর আগে এসএসসি পরীক্ষায় ফেল করেছেন। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

উপপরিদর্শক আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালেদুর আত্মহত্যা করেছেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত