যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কানাডায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অনিশ্চিত
শফিকুল আলম বলেন, ‘কিয়ার স্টারমারের, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসছিলেন, উনি জানালেন যে উনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।’