Ajker Patrika

সচিবদের সঙ্গে বৈঠকের পর কর্মচারীদের কর্মসূচি স্থগিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ২৭ মে ২০২৫, ১৬: ৪৪
বৈঠকে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ভূমিসচিব। ছবি: আজকের পত্রিকা
বৈঠকে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ভূমিসচিব। ছবি: আজকের পত্রিকা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে আন্দোলনরত কর্মচারীদের দাবির বিষয়টি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন সচিবেরা। এরপর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ মঙ্গলবার দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সাতজন সচিবের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

অন্যদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, ‘বিষয়টি যেহেতু একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা কর্মসূচি অব্যাহত রাখব না। আগামীকাল বুধবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

সভা সূত্র জানায়, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের বিষয়ে একমত হয়েছেন বৈঠকে অংশ নেওয়া সচিবেরা। এ বিষয়ে তাঁরা মন্ত্রিপরিষদ সচিবকে পরামর্শ দেবেন। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমিসচিবকে দায়িত্ব দেওয়া হয়।

কর্মচারীদের আন্দোলনের মধ্যে গত রোববার সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে সরকার। তার আগে গত শনিবার থেকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

নোয়াখালীতে খালের ওপরের শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও সড়ক উচ্ছেদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত