মাছে ভাইরাস সংক্রমণ আর বৃষ্টি-জোয়ারে ডুবেছে ঘের, দুশ্চিন্তায় মাছচাষিরা
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছে ভাইরাস সংক্রমণ আর বন্যার কারণে মাছচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা বলছেন, ভাইরাসের কারণে মাছ মরছে। সেই সঙ্গে টানা বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারে উপজেলার অনেক ঘের, পুকুর, খালের মাছ ভেসে যাচ্ছে। মাছচাষিরা দাবি করছেন, তাঁদের অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।