আঙুল ভেঙে বিশ্বকাপ নিয়ে শঙ্কায় সাউদি 
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। নিউজিল্যান্ড দলের অবস্থা এখন তেমনি। বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পুরোদমে সুস্থ পেতে টুর্নামেন্ট শুরুর আগে তারা সিদ্ধান্ত নিয়েছে দ্বিপক্ষীয় সিরিজে অদল-বদল করে খেলোয়াড়দের খেলানোর। তবে সেই আশা হয়তো তাদের পূরণ না-ও হতে পারে।