ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপের মাঝপথে হঠাৎ করেই পরিবর্তন আনা হয়েছে নিয়মে। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় সমালোচনা।
গ্রুপ পর্বে ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপরই টনক নড়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। সুপার ফোরের ম্যাচগুলো কলম্বোর প্রেমাদাসা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। যার মধ্যে রয়েছে আগামীকাল সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ। আর কলম্বোতে আগামী কয়েক সপ্তাহ ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত কলম্বোতেই রাখা হয়েছে ম্যাচগুলো। আর রিজার্ভ ডে রাখা হয়েছে শুধুই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। কোনো কারণে যদি আগামীকাল পুরো ম্যাচ না হয়, তাহলে পরশু বাকি অংশ থেকে খেলা হবে।
ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা কোনো মতেই যৌক্তিক মনে করছেন না ভেঙ্কটেশ প্রসাদ। বাকি দুই দল বাংলাদেশ, শ্রীলঙ্কার জন্য ভিন্ন নিয়ম থাকা হাস্যকর মনে করছেন তিনি। ভারতের সাবেক পেসার গত রাতে টুইট করেন, ‘এটা যদি হয়, তা হবে চরম নির্লজ্জতা। আয়োজকেরা টুর্নামেন্টকে হাস্যকর বানিয়ে ফেলেছে। অন্য দুটো দলের জন্য আলাদা নিয়ম করা আসলেই অনৈতিক। ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে এত উদারতা দেখার মানে কি?’
কলম্বোতে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকাল তিনটার সময় ৮৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার সময় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। এমনকি পরশু রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা প্রচুর। বৃষ্টিতে যেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, তা-ই প্রসাদের চাওয়া, ‘সঠিক বিচার হবে যদি প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিনে বৃষ্টি আরও বাড়ুক। এই পরিকল্পনা যেন কোনোমতেই সফল না হয়।’
টুর্নামেন্টের মাঝপথে রিজার্ভ ডের নিয়ম চালু করায় অবাক হয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল হাথুরু বলেন, ‘আমি নিশ্চিত সেখানে (এসিসি) অংশগ্রহণ করা প্রত্যেক দেশের টেকনিক্যাল কমিটির লোক রয়েছেন। তারা অন্য কোনো কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আদর্শ নয়। বাড়তি একদিন পেলে আমরাও দুহাত পুরে নিতাম। টুর্নামেন্টের মাঝে এভাবে নিয়ম পরিবর্তন করা আগে কখনো দেখিনি।’
এশিয়া কাপের মাঝপথে হঠাৎ করেই পরিবর্তন আনা হয়েছে নিয়মে। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় সমালোচনা।
গ্রুপ পর্বে ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপরই টনক নড়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। সুপার ফোরের ম্যাচগুলো কলম্বোর প্রেমাদাসা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। যার মধ্যে রয়েছে আগামীকাল সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ। আর কলম্বোতে আগামী কয়েক সপ্তাহ ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত কলম্বোতেই রাখা হয়েছে ম্যাচগুলো। আর রিজার্ভ ডে রাখা হয়েছে শুধুই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। কোনো কারণে যদি আগামীকাল পুরো ম্যাচ না হয়, তাহলে পরশু বাকি অংশ থেকে খেলা হবে।
ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা কোনো মতেই যৌক্তিক মনে করছেন না ভেঙ্কটেশ প্রসাদ। বাকি দুই দল বাংলাদেশ, শ্রীলঙ্কার জন্য ভিন্ন নিয়ম থাকা হাস্যকর মনে করছেন তিনি। ভারতের সাবেক পেসার গত রাতে টুইট করেন, ‘এটা যদি হয়, তা হবে চরম নির্লজ্জতা। আয়োজকেরা টুর্নামেন্টকে হাস্যকর বানিয়ে ফেলেছে। অন্য দুটো দলের জন্য আলাদা নিয়ম করা আসলেই অনৈতিক। ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে এত উদারতা দেখার মানে কি?’
কলম্বোতে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকাল তিনটার সময় ৮৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার সময় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। এমনকি পরশু রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা প্রচুর। বৃষ্টিতে যেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, তা-ই প্রসাদের চাওয়া, ‘সঠিক বিচার হবে যদি প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিনে বৃষ্টি আরও বাড়ুক। এই পরিকল্পনা যেন কোনোমতেই সফল না হয়।’
টুর্নামেন্টের মাঝপথে রিজার্ভ ডের নিয়ম চালু করায় অবাক হয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল হাথুরু বলেন, ‘আমি নিশ্চিত সেখানে (এসিসি) অংশগ্রহণ করা প্রত্যেক দেশের টেকনিক্যাল কমিটির লোক রয়েছেন। তারা অন্য কোনো কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আদর্শ নয়। বাড়তি একদিন পেলে আমরাও দুহাত পুরে নিতাম। টুর্নামেন্টের মাঝে এভাবে নিয়ম পরিবর্তন করা আগে কখনো দেখিনি।’
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৪ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৪ ঘণ্টা আগে