ছাত্র হিসেবেও খারাপ ছিলেন না কোহলি
সারাদিন তো খেলাধুলায় মগ্ন, পড়ালেখা করবে কখন! তবে কিছু খেলোয়াড় আছেন, যাদের সব্যসাচী বললে কম বলা হবে। খেলাধুলাতেও যেমন তুখোড় তেমনি পড়ালেখাতেও। এমন ব্যক্তিত্বের উদাহরণ অবশ্য খুব কম। এক্ষেত্রে বিরাট কোহলিকে কী বলা হবে? তাঁর ক্রিকেটীয় জীবন নিয়ে অবশ্য কারও প্রশ্ন থাকার কথা নয়। তবে পড়ালেখায়। মার্কশীট দেখে