Ajker Patrika

মুশফিককে ছাড়িয়ে যে রেকর্ডে শীর্ষে কোহলি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৫: ৫৭
মুশফিককে ছাড়িয়ে যে রেকর্ডে শীর্ষে কোহলি

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাল্লা দিয়ে রান করছেন বিরাট কোহলি। পাল্লা দিয়ে রান করার সঙ্গে রেকর্ডও গড়ছেন কোহলি।

গত পরশু বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বিপক্ষে ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন কোহলি, এবারের আইপিএলে যা এই ভারতীয় ব্যাটারের পঞ্চম ফিফটি। তাতে প্রথম ক্রিকেটার হিসেবে কোনো নির্দিষ্ট ভেন্যুতে টি-টোয়েন্টিতে ৩০০০ রানের রেকর্ড গড়লেন কোহলি। চিন্নস্বামীতে ৯৫ ম্যাচ খেলে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩০১৫ রান, টি-টোয়েন্টিতে নির্দিষ্ট কোনো ভেন্যুতে যা সর্বোচ্চ রানের রেকর্ড। এই রেকর্ডে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। মিরপুরে টি-টোয়েন্টিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক।

টি-টোয়েন্টিতে নির্দিষ্ট কোনো ভেন্যুতে সর্বোচ্চ রান করার রেকর্ডে সেরা পাঁচে আছেন তিন বাংলাদেশি। মুশফিকের সঙ্গে এই তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। মুশফিক, রিয়াদ, তামিম—তিনজনেরই রেকর্ড মিরপুরে।

মিরপুরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিমটি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সর্বোচ্চ রান করা সেরা পাঁচ ব্যাটার: 
বিরাট কোহলি: ৩০১৫ রান; ভেন্যু: বেঙ্গালুরু 
মুশফিকুর রহিম: ২৯৮৯ রান; ভেন্যু: মিরপুর
মাহমুদুল্লাহ রিয়াদ: ২৮১৩ রান; ভেন্যু: মিরপুর
অ্যালেক্স হেলস: ২৭৪৯ রান; ভেন্যু: ট্রেন্ট ব্রিজ
তামিম ইকবাল: ২৭০৬ রান; ভেন্যু: মিরপুর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত