এবারে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও আজকের দিনকে নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি। কেননা আইপিএলের ইতিহাসে এই দিনে ‘গোল্ডেন ডাকের’ হ্যাটট্রিক করেছেন ভারতীয় ব্যাটার।
তাই ২৪ এপ্রিলকে মনে রাখতে চাইবেন না কোহলি। ঠিক যেমন আনলাকি থার্টিনকে পছন্দ করেন না অনেকে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে প্রথম বলেই আউট হন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গেলুরুর অধিনায়ককে এলবিডব্লিউ করে টুর্নামেন্টে লজ্জাজনক রেকর্ডটি উপহার দিয়েছেন ট্রেন্ট বোল্ট।
এর আগে আরও দুই মৌসুমে এই দিনেই প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনে ব্যাটিং করতে নেমে মার্কো ইয়ানসেনের বলে গোল্ডেন ডাক মারেন ভারতের সাবেক অধিনায়ক।
আর এই দিনে সর্বপ্রথম কোহলি শূন্য রানে আউট হন ২০১৭ আইপিএলে। টুর্নামেন্টের ২৭ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বোলার নাথান কোল্টার নাইনের বলে কোনো রান না করেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। আজ এলবিডব্লিউ হলেও গত দুই ম্যাচে ক্যাচ আউট হয়েছেন ক্রিকেটে ‘রানমেশিন’ নামে খ্যাত এই ব্যাটার।
আজ এমন লজ্জার রেকর্ড গড়লেও টুর্নামেন্ট ফর্মে আছেন কোহলি। ৭ ম্যাচে ৪৬.৫০ গড়ে ২৭৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। আর সমান ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করে সবার শীর্ষে আছেন তাঁরই দলের সতীর্থ ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।
এবারে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও আজকের দিনকে নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি। কেননা আইপিএলের ইতিহাসে এই দিনে ‘গোল্ডেন ডাকের’ হ্যাটট্রিক করেছেন ভারতীয় ব্যাটার।
তাই ২৪ এপ্রিলকে মনে রাখতে চাইবেন না কোহলি। ঠিক যেমন আনলাকি থার্টিনকে পছন্দ করেন না অনেকে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে প্রথম বলেই আউট হন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গেলুরুর অধিনায়ককে এলবিডব্লিউ করে টুর্নামেন্টে লজ্জাজনক রেকর্ডটি উপহার দিয়েছেন ট্রেন্ট বোল্ট।
এর আগে আরও দুই মৌসুমে এই দিনেই প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনে ব্যাটিং করতে নেমে মার্কো ইয়ানসেনের বলে গোল্ডেন ডাক মারেন ভারতের সাবেক অধিনায়ক।
আর এই দিনে সর্বপ্রথম কোহলি শূন্য রানে আউট হন ২০১৭ আইপিএলে। টুর্নামেন্টের ২৭ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বোলার নাথান কোল্টার নাইনের বলে কোনো রান না করেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। আজ এলবিডব্লিউ হলেও গত দুই ম্যাচে ক্যাচ আউট হয়েছেন ক্রিকেটে ‘রানমেশিন’ নামে খ্যাত এই ব্যাটার।
আজ এমন লজ্জার রেকর্ড গড়লেও টুর্নামেন্ট ফর্মে আছেন কোহলি। ৭ ম্যাচে ৪৬.৫০ গড়ে ২৭৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। আর সমান ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করে সবার শীর্ষে আছেন তাঁরই দলের সতীর্থ ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে