কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হবে ১৬তম আইপিএল। অল্প সময়ে কোটিপতি হওয়া যায় বিধায় অনেক ক্রিকেটারই এই টুর্নামেন্টকে পাখির চোখ করে থাকেন।
গতকাল ক্রিকট্র্যাকার তাদের ফেসবুক পেজে লাখপতি থেকে কোটিপতি হওয়া ১০ ক্রিকেটারের নাম উল্লেখ করেছে। ১০ ক্রিকেটারের মধ্যে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা আইপিএল শুরুর মৌসুম ২০০৮ থেকে এখনো খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১২ লাখ ভারতীয় রুপিতে শুরু করা কোহলির দাম এখন ১৫ কোটি। এবারও বেঙ্গালুরুর হয়েই খেলছেন ভারতীয় এই ব্যাটার। আর রাজস্থান রয়্যালসের হয়ে শুরু করা জাদেজার দাম ১০ লাখ থেকে হয়েছে ১৬ কোটি রুপি। ভারতীয় এই বাঁহাতি স্পিনার এবার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
১০ ক্রিকেটারের তালিকায় সবচেয়ে বেশি ১৭৫ গুণ দাম বেড়েছে সঞ্জু স্যামসনের। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেকে স্যামসনের দাম ছিল ৮ লাখ রুপি। ২০২৩ আইপিএলে তাঁর দাম হয়েছে ১৪ কোটি রুপি। ভারতীয় এই ব্যাটার এবার খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। দুই বছরের ব্যবধানে ৪০ গুণ দাম বেড়েছে ভেঙ্কটেশ আয়ারের। ২০২১ আইপিএলে কলকাতার হয়ে ২ কোটি রুপিতে শুরু করা ভেঙ্কটেশের দাম এখন ৮ কোটি। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার এবারও খেলবেন কলকাতার হয়ে।
আইপিএলে লাখপতি থেকে কোটিপতি ১০ ক্রিকেটার (ভারতীয় রুপি)
কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হবে ১৬তম আইপিএল। অল্প সময়ে কোটিপতি হওয়া যায় বিধায় অনেক ক্রিকেটারই এই টুর্নামেন্টকে পাখির চোখ করে থাকেন।
গতকাল ক্রিকট্র্যাকার তাদের ফেসবুক পেজে লাখপতি থেকে কোটিপতি হওয়া ১০ ক্রিকেটারের নাম উল্লেখ করেছে। ১০ ক্রিকেটারের মধ্যে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা আইপিএল শুরুর মৌসুম ২০০৮ থেকে এখনো খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১২ লাখ ভারতীয় রুপিতে শুরু করা কোহলির দাম এখন ১৫ কোটি। এবারও বেঙ্গালুরুর হয়েই খেলছেন ভারতীয় এই ব্যাটার। আর রাজস্থান রয়্যালসের হয়ে শুরু করা জাদেজার দাম ১০ লাখ থেকে হয়েছে ১৬ কোটি রুপি। ভারতীয় এই বাঁহাতি স্পিনার এবার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
১০ ক্রিকেটারের তালিকায় সবচেয়ে বেশি ১৭৫ গুণ দাম বেড়েছে সঞ্জু স্যামসনের। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেকে স্যামসনের দাম ছিল ৮ লাখ রুপি। ২০২৩ আইপিএলে তাঁর দাম হয়েছে ১৪ কোটি রুপি। ভারতীয় এই ব্যাটার এবার খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। দুই বছরের ব্যবধানে ৪০ গুণ দাম বেড়েছে ভেঙ্কটেশ আয়ারের। ২০২১ আইপিএলে কলকাতার হয়ে ২ কোটি রুপিতে শুরু করা ভেঙ্কটেশের দাম এখন ৮ কোটি। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার এবারও খেলবেন কলকাতার হয়ে।
আইপিএলে লাখপতি থেকে কোটিপতি ১০ ক্রিকেটার (ভারতীয় রুপি)
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৪ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৫ ঘণ্টা আগে