Ajker Patrika

আইপিএলের যে এলিট ক্লাবে ধোনি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২: ১৫
আইপিএলের যে এলিট ক্লাবে ধোনি

ওল্ড ইজ গোল্ড—জনপ্রিয় এই ইংরেজি প্রবাদের অর্থ যেন নতুন করে সবাইকে জানাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। মাঠে নামলে এখনো দেখা যায় সেই চিরচেনা ধোনিকে। গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক এলিট ক্লাবে নিজের নাম লিখিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

চিদম্বরম স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে ব্যাটিংয়ে নামেন ধোনি। নেমেই মার্ক উডকে পরপর ২ বলে ২ ছক্কা মারেন। জোড়া ছক্কায় আইপিএল ক্যারিয়ারে ৫০০০ রান পূর্ণ করেন ধোনি। আইপিএল ইতিহাসের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৫০০০-এর মাইলফলক স্পর্শ করেন ভারতীয় এই ব্যাটার। ২৩৬ ম্যাচে ধোনি করেছেন ৫০০৪ রান।

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। ২২৪ ম্যাচে কোহলি করেছেন ৬৭০৬ রান। ৬২৮৪ রান করে দ্বিতীয় শিখর ধাওয়ান। আর কোহলি, ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়নার পর পঞ্চম ভারতীয় হিসেবে আইপিএলে ৫০০০ হাজার রান করেছেন ধোনি।

আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক সাতজন: 
বিরাট কোহলি: ৬৭০৬ রান 
শিখর ধাওয়ান: ৬২৮৪ রান  
ডেভিড ওয়ার্নার: ৫৯৩৭ রান 
রোহিত শর্মা: ৫৮৮০ রান
সুরেশ রায়না: ৫৫২৮ রান
এবি ডি ভিলিয়ার্স: ৫১৬২ রান 
মহেন্দ্র সিং ধোনি: ৫০০৪ রান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত