বাংলাদেশের বিপক্ষে হঠাৎ বোলিং করলেন কেন কোহলি
ব্যাটিং, ফিল্ডিংয়ে বিরাট কোহলি কতটা দুর্দান্ত, সেটা তো সকলেরই জানা। ব্যাট হাতে ছোটান রানের ফুলঝুরি। পাশাপাশি ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ ধরে ম্যাচের গতিপথ পাল্টাতেও তাঁর জুরি মেলা ভার। সেই তুলনায় বোলার কোহলিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। পুনের মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ