Ajker Patrika

বাংলাদেশি ব্যাটারদের কোহলি থেকে শিখতে বললেন শ্রীরাম 

বাংলাদেশি ব্যাটারদের কোহলি থেকে শিখতে বললেন শ্রীরাম 

বিরাট কোহলির ব্যাটিং দেখলে মনে হয় ক্রিকেট খেলা খুবই সহজ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কখন কোনো শট খেলতে হবে তা তাঁর ভালোই জানা। বাংলাদেশের বিপক্ষে যেমন সর্বশেষ ম্যাচে তার প্রমাণ আরেকবার দিয়েছেন ভারতীয় ব্যাটার। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি।

অথচ, সেদিন ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৯৩ রান করেছিলেন লিটন দাস–তানজিদ হাসান তামিম। কিন্তু দুজনই ফিফটি করার পর উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। শুধু তাঁরাই নন কখন কোন শট খেলতে হয় বাংলাদেশের ব্যাটাররা যেন এখনো তাতে অভ্যস্ত নন।

তাই তো কোহলিকে দেখে বাংলাদেশি ব্যাটারদের শিখতে বলেছেন শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট বলেছেন,‘ইনিংসটি দারুণ ছিল না। সে ৭০ কিংবা ৮০ রান না করা পর্যন্ত একটা বলও তুলে মারেনি। তার এমন ইচ্ছাশক্তি থেকে আমাদের খেলোয়াড় ভালো শিক্ষা নিতে পারে। উইকেটে বেশি বেশি দৌড়াও এবং গ্যাপ বের করে শট খেল। সে দারুণ পেশাদার ক্রিকেটার।’

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৩ ম্যাচ হেরেছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্স খুবই হতাশাজনক বলে জানিয়েছেন শ্রীরাম। তবে এখান থেকে ফেরার বিষয়ে তিনি বলেছেন,‘নিঃসন্দেহে এটি হতাশার। বিশ্বকাপ হচ্ছে দীর্ঘ সময়ের এক টুর্নামেন্টে। প্রতিটি হার আঘাত দিবে। কিন্তু এখান থেকে ফেরার পথ বের করতে হবে। পথ খুঁজে পাওয়ার পর পরে ম্যাচে মনোযোগ দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত